নয়াদিল্লিঃ আজ, ২১ সেপ্টেম্বর বিকেল ৫ টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Prime Minister Narendra Modi)। দেশের মানুষের জন্য বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী। আগামিকাল অর্থাৎ সোমবার থেকেই চালু হচ্ছে নেক্সট জেনারেশন জিএসটি। আর তার আগে মোদীর ভাষণ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। দেশবাসীর উদ্দেশে উদ্দেশে কী বার্তা দেন প্রধানমন্ত্রী? সেই অপেক্ষাতেই গোটা দেশ।
মহালয়ার দিন জাতির উদ্দেশে কী বার্তা দিতে চলেছেন মোদী?
সম্প্রতি প্রায় ৯০ শতাংশ পণ্যে জিএসটি কমানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। আগামিকাল অর্থাৎ ২২ সেপ্টেম্বর থেকে নয়া জিএসটি কার্যকর করার কথা জানিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। । জিএসটি হারে একটি বড় পরিবর্তন আনা হয়েছে বলে উল্লেখ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। অন্যদিকে এই আবহে ভারতের উপর বাড়তি শুল্ক চাপিয়েছে আমেরিকা। বাণিজ্যিক চুক্তি নিয়ে ইতিমধ্যেই হোয়াইট হাউসের সঙ্গে আলোচনা চলছে। অন্যদিকে এসবের মাঝে এইচওয়ানবি ভিসা নিয়ে নতুন সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই আবহে জাতির উদ্দেশে কী বার্তা দেবেন প্রধানমন্ত্রী? সেই অপেক্ষাই করছে দেশবাসী।
দেবীপক্ষের সূচনালগ্নে জাতির উদ্দেশে ভাষণ দেবেন মোদী
Prime Minister Narendra Modi will address the nation today at 5 pm. pic.twitter.com/YFJc7fLdVu
— ANI (@ANI) September 21, 2025