নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ২৫ মে: প্রাক্তন কিংবদন্তী হকি খেলোয়ার বলবীর সিং সিনিয়রের (hockey player Balbir Singh Sr) প্রয়াণে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে শোকবার্তায় প্রধানমন্ত্রী লেখেন, “পদ্মশ্রীপ্রাপ্ত হকি খেলোয়ার বার বার দেশকে খেলার মাধ্যমে সম্মানিত করেছেন। তিনি ছিলেন মেধাবী হকি খেলোয়াড়। পরামর্শদাতা হিসেবেও তাঁর ভমিকা অতুলনীয়। অসাধারণ খেলার জন্য পদ্মশ্রী বলবীর সিং সিনিয়র জি স্মরণীয় হয়ে থাকবেন। দেশকে তিনি প্রচুর সম্মান ও পুরস্কার এনে দিয়েছেন। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ। বলবীর সিং জির পরিবার ও পরিজনদের জানাই আন্তরিক সমবেদনা।” আরও পড়ুন- Jammu and Kashmir: উপত্যকায় সেনা অভিযানে চলল গুলির লড়াই, নিকেশ ২ জঙ্গি