শ্রীনগর, ২৫ মে: ঈদের দিনে উপত্যকায় সেনাবাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে নিকেশ দুই জঙ্গী। ঘটনাটি ঘটেছে দক্ষিণ কাশ্মীরের (Kashmir) কুলগাঁও জেলার দামহাল হাজিপোরা এলাকায়। কাশ্মীরের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার আইএনএস-কে বলেছেন, হাজিপোরা এলাকায় জঙ্গিদের একটি দল আত্মগোপন করে আছে। খবর পেয়েই সোমবার সকালে তল্লাশি অভিযান শুর করে সেনা ও পুলিশের যৌথবাহিনী। এই অভিযানের সময়ই লুকিয়ে থাকা জঙ্গিরা সেনাকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করলে পাল্টা জবাবও মেলে। এরপর গুলি বিনিময় শুরু হতেই ২ জঙ্গি খতম হয়। আরও পড়ুন- COVID-19 Cases In India: ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত ৬ হাজার ৯৭৭ জন, ভারতে করোনার গ্রাসে ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫
উল্লেখ্য, গত একমাস যাবৎ কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলা চালিয়েছে পাকিস্তান। সপ্তাহ খানেক আগে হিজবুলের জঙ্গি নেতা রিয়াজ নাইকুকে এক সঙ্গী-সহ নিকেশ করে ভারতীয় সেনা তারপর থেকে ফের অনুপ্রবেশ ও পাল্টা আঘাতের চেষ্টা চলছিল। তবে ভারতীয় সেনাও তৎপর ছিল। যার পরিণতিতেই নেমে এল মৃত্যু।