নতুন দিল্লি, ২৫ মে: ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা (coronavirus) আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৯৭৭ জন। স্বাস্থ্য মন্ত্রকের রিপোর্ট বলছে দেশে মোট করোনা আক্রান্ত ১ লক্ষ ৩৮ হাজার ৮৪৫ জন। ২৪ ঘণ্টায় কোভিড-১৯ ১৫৪ জনের প্রাণ কেড়েছে। এই মুহূর্তে হাসপাতালে ভর্তি আছেন ৭৭ হাজার ১০৩ জন। ৫৭ হাজার ৭২০ জন ইতিমধ্যেই সুস্থ হয়ে উঠেছেন। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৪ হাজার ২১। এই মুহূর্তে করোনা আক্রান্তের সংখ্যায় ইরানকে পিছনে ফেলে এগিয়ে গিয়েছে ভারত। ইরানে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩৩ হাজার। এই মুহূর্তে সবথেকে খারাপ অবস্থায় রয়েছে মহারাষ্ট্র। সেখানে মোট করোনা আক্রান্ত ৫০ হাজার ২৩১।
রবিবার ৫০ হাজারের কোঠা অতিক্রম করে গেল মহারাষ্ট্র। একই দিনে সেখানে আক্রান্ত হয়েছে ৩ হাজার ৪১ জন। রবিবার সেখানে মোট ৫৮ জন কোভিড রোগীর মৃত্যু হয়েছে। মুমব্ইতেই মারা গিয়েছেন ৩৯ জন। সবমিলিয়ে মুম্বইতে মহামারীতে মৃতের সংখ্যা ৯৮৮। মুম্বইতে মোট করোনা আক্রান্ত ৩০ হাজার ৫৪২ জন। গত ২৪ ঘণ্টায় সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ৭২৫ জন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষবর্ধন বলেছেন, পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরতেই দেশে করোনা আক্রান্তের সংখ্যা লক্ষ্যণীয় হারে বাড়ছে। এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্য পরিকাঠামো যথেষ্ট উন্নত রয়েছে। যেকোনও রকম জরুরি অবস্থা সামাল দিতে প্রস্তুত দেশ। এমনটাই আশ্বস্ত করেছেন তিনি। আরও পড়ুন-Eid Mubarak 2020: ঈদ উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
Highest ever spike of 6977 #COVID19 cases & 154 deaths in India in the last 24 hours. Total number of cases in the country now at 1,38,845 including 77103 active cases, 57720 cured/discharged and 4021 deaths: Ministry of Health and Family Welfare pic.twitter.com/J0RoSHyulC
— ANI (@ANI) May 25, 2020
বিশ্বে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৫.৪ মিলিয়ন। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট বলছে ইতিমধ্যেই ৩ লক্ষ ৪৫ হাজার মানুষের মৃত্যু হয়েছে।