রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। (Photo Credits: DD News)

নতুন দিল্লি, ১৪ মে: করোনাভাইরাসের (COVID-19 Pandemic) বিরুদ্ধে লড়াইয়ে সরকারের খরচ বাড়ছে। সেই কারণে এক বছর নিজের ৩০% বেতন নেবেন না রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ (President Ram Nath Kovind)। রাষ্ট্রপতি ভবনের (Rashtrapati Bhavan) জারি করা বিবৃতিতে জানানো হয়েছে, ভ্রমণ ও আনুষ্ঠানিক খরচ কম করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। এর আগে, নিজের এক মাসের বেতন PM-CARE ফান্ডে অনুদান দিয়েছিলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি ভবনের বিবৃতিতে বলা হয়েছে, "ভারতকে আত্মনির্ভর করতে এবং মহামারীর চ্যালেঞ্জের বিরুদ্ধে লড়তে এটা খুব ছোটো হলেও গুরুত্বপূর্ণ অবদান রাষ্ট্রপতির। এ ভাবে আমাদের উন্নয়নের সফরও পাশাপাশি চলতে থাকবে।" জ্বালানি ও অন্যান্য খরচ কমানোর পাশাপাশি রাষ্ট্রপতি অন্তর্দেশীয় সফর কমানোর উপরও জোর দিয়েছেন। আরও পড়ুন: Cab Fare: দিল্লি থেকে নয়ডা হোক কিংবা গাজিয়াবাদ, ভাড়া ধার্য ১০ হাজার, নূন্যতম বাসভাড়া ১,০০০

এছাড়া স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবসের আনুষ্ঠানিক আচারেও অতিথি তালিকা ছোট হতে চলেছে রাষ্ট্রপতি ভবনে। কমবে খাবারের বাহুল্য। প্রজাতন্ত্র দিবসে রাষ্ট্রপতির জন্য নতুন গাড়ি কেনা স্থগিত রাখা হচ্ছে। এই সব ব্যবস্থা নেওয়ায় রাষ্ট্রপতি ভবনের বাজেটের প্রায় ২০ শতাংশ কমানো সম্ভব হবে বলে বিবৃতিতে জানানো হয়েছে।