নয়াদিল্লিঃ লজেন্স দেওয়ার নাম করে বাড়িতে ডেকে পাঁচ বছরের শিশুকে ধর্ষণ(Rape)। গ্রেফতার ১৫ বছরের নাবালক। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের (Uttar Pradesh) প্রয়াগরাজে(Prayagraj)। নির্যাতিতা এবং অভিযুক্ত দু'জনেই প্রয়াগরাজের গঙ্গাপুর এলাকার বাসিন্দা। এদিন সন্ধ্যায় লজেন্স দেওয়ার নাম করে কিশোরীকে বাড়িতে ডাকে ওই নাবালক। সেখানেই তাকে ধর্ষণ করে অভিযুক্ত। ঘটনার পর থেকেই পলাতক ছিল নাবালক। পরে তাকে গ্রেফতার করা হয়।
যোগীরাজ্যে ধর্ষণের শিকার পাঁচ বছরের শিশু
পুলিশি জেরায়, অভিযুক্ত জানায়, মোবাইলে পর্ণ দেখত সে। তা থেকেই আসক্তি আসে। যার জেরে এই ঘটনা ঘটায় সে। সে স্বীকার করে যে, পরিকল্পনামাফিক শিশুটিকে বাড়িতে ডেকে আনে সে। এরপর তার সঙ্গে অস্বাভাবিক যৌনতায় মেতে ওঠে সে। নাবালিকার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত করে পালিয়ে যায় সে। বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে অভিযুক্ত। তার বিরুদ্ধে পকসো এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। অন্যদিকে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি নির্যাতিতা। ইতিমধ্যেই তার শারীরিক পরীক্ষা সম্পন্ন হয়েছে।
লজেন্স দেওয়ার নাম করে ডেকে ৫ বছরের শিশুকে ডেকে ধর্ষণ দশম শ্রেণির ছাত্রের
A shocking case from Prayagraj has once again brought attention to the growing concerns over mobile phone usage among children#Prayagraj #Crime #Rape #Viral https://t.co/5wqsQyIQyl pic.twitter.com/flrsELYMAo
— News18 (@CNNnews18) October 7, 2025