Rain, Thunderstorms (Photo Credit: File Photo)

কলকাতাঃ রাতভর বৃষ্টির (Rain) পর লক্ষ্মীবারের সকালে সস্তি মিলেছে বঙ্গবাসীর। তাপমাত্রা কমেছে অনেকটাই। জ্বালাপোড়া গরম থেকে মিলেছে মুক্তি। আজ, বৃহস্পতিবার বিকেলেও দুর্যোগের মেঘ বাংলার আকাশে। বিকেলের পর থেকেই ঝড়বৃষ্টির সম্ভাবনা জেলায় জেলায়। জেনে নিন ভিজবে কোন কোন জেলা। আরও পড়ুনঃ মাঝ আকাশে শিলাবৃষ্টি ও ধুলোঝড়ের কবলে বিমান, মৃত্যুমুখ থেকে ফিরল তৃণমূলের প্রতিনিধি দল

লক্ষ্মীবারে দিনভর কেমন থাকবে বাংলার আকাশ? রইল আবহাওয়ার আপডেট

আজ, বৃহস্পতিবার সকাল থেকেই আংশিক মেঘলা কলকাতার আকাশ। লক্ষ্মীবারে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করবে। সর্বনিম্ন তাপমাত্রা ২২. ডিগ্রি সেলসিয়াস। গতকাল,বুধবার যা ছিল ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস। আগামিকাল অর্থাৎ শুক্রবার পর্যন্ত বঙ্গের তাপমাত্রা একইরকম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকঘণ্টার মধ্যেই ফের বৃষ্টিতে ভিজবে কলকাতা-সহ একাধিক জেলা। দুই চব্বিশ পরগণা, নদিয়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, এবং মুর্শিদাবাদে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। ইতিমধ্যেই বেশকিছু জেলায় জারি কমলা সতর্কতা। শুধু দক্ষিণবঙ্গেই নয়, উত্তরবঙ্গের আকাশেও দুর্যোগের ঘনঘটা। উত্তরবঙ্গের আট জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দিনাজপুর, মালদা ও দার্জিলিং-এ ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা প্রবল।

বিকেল থেকেই বাংলাজুড়ে দুর্যোগের হাওয়া, জেলায় জেলায় জারি কমলা সতর্কতা, জেনে নিন কখন নামবে বৃষ্টি