
নয়াদিল্লিঃ মাঝ আকাশে মহা বিপদ। মৃত্যুমুখ থেকে ফিরলেন বিমানে (Flight) সওয়ার প্রায় ২০০ যাত্রী। আর এই ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার তৃণমূলের (Trinamool Congress) প্রতিনিধি দল। জম্মু কাশ্মীর (Jammu and Kashmir) যাওয়ার পথে এই অভিজ্ঞতার শিকার হন তাঁরা। বুধবার সন্ধ্যার পর আচমকা পরিবর্তিত হতে থাকে আবহাওয়া। আর সেই সময়ই দিল্লি থেকে শ্রীনগরের দিকে রওনা দেয় ইন্ডিগো-র একটি বিমান৷ মাঝআকাশে শিলা বৃষ্টি ও ধুলোঝড়ের কবলে পড়ে ভেঙে যায় ককপিটের নিচের অংশ। শুরু হয় প্রবল ঝাঁকুনি। আতঙ্কে আর্তনাদ শুরু করেন যাত্রীরা। সেই আতঙ্ক গ্রাস করেছিল তৃণমূলের প্রতিনিধি দলের সদস্যদেরও। এই মুহূর্তের ভিডিয়ো ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যা দেখে কার্যত শিউড়ে উঠছেন নেটিজেনরা।
শ্রীনগর যাওয়ার পথে বিপত্তি, ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার তৃণমূলের প্রতিনিধি দল
উল্লেখ্য, পহেলগাঁও জঙ্গি হামলা ও তা পরবর্তী ভারত-পাক সংঘাতের পর কেমন রয়েছে উপত্যকা? তা খতিয়ে দেখতে বুধবার শ্রীনগরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে তৃণমূলের প্রতিনিধি দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এই দলে ছিলেন সাংসদ ডেরেক ও'ব্রায়েন, সাগরিকা ঘোষ, মানস ভুঁইয়া, নাদিমুল হক ও মমতাবালা ঠাকুর। ঘটনাচক্রে ইন্ডিগোর ওই বিমানেই ছিলেন তাঁরা। ভয়ঙ্কর অভিজ্ঞিতাকে সঙ্গে গিয়ে শেষমেশ শ্রীনগরে পৌঁছন তাঁরা। অক্ষত অবস্থায় শ্রীনগরে পৌঁছেছে তৃণমূলের প্রতিনিধি দল তা এক্স হ্যান্ডেলে জানান শিবসেনা(ইউবিটি) সাংসদ প্রিয়ঙ্কা চতুর্বেদী। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তিনি।
মাঝ আকাশে শিলাবৃষ্টি ও ধুলোঝড়ের কবলে বিমান, মৃত্যুমুখ থেকে ফিরল তৃণমূলের প্রতিনিধি দল
More visuals of the massive turbulence that hit the IndiGo flight earlier today. I was supposed to return on this flight from Srinagar. https://t.co/zThZT9bMRH pic.twitter.com/YrAvxKB19w
— Sidhant Sibal (@sidhant) May 21, 2025
বিমানটির অবস্থা
The IndiGo flight that suffered the hit today: https://t.co/HJm1lcTb75 pic.twitter.com/9LYrOZFHpg
— Sidhant Sibal (@sidhant) May 21, 2025