ভারতের বাজারে লঞ্চ হবে নয়েজ ফিটের অ্যামোলেড ডিসপ্লে যুক্ত স্মার্টওয়াচ 'হালো'। স্মার্টওয়াচের বাজারে বোল্ট, বোট, অ্যামব্রেন খুবই জনপ্রিয়। সেই বাজারে নতুন স্মার্টওয়াচ নিয়ে প্রতিযোগীতায় নামতে চলছে নয়েজফিট।কি আছে তাদের এই স্মার্টওয়াচে একনজরে দেখে নিই।
এতে রয়েছে ১.৪৩ ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, ব্লু টুথ কলার সাপোর্ট। স্বাস্থ্যের দিকে লক্ষ্য রেখে এতে রয়েছে নয়েজ হেলথ সুইট যা ঘুম, হার্ট রেট, শ্বাস প্রশ্বাস সহ বেশ কিছু বিষয় নজরে রাখবে। ১৫০ টি ফেস রয়েছে এই ঘড়িতে যা গ্রাহক নিজের পছন্দ মতো পরিবর্তন করতে পারবে। ২৭ তারিখে গো-নয়েজ ওয়েবসাইটে(GoNoise website) লঞ্চ হবে এই স্মার্টওয়াচ। ৬ টি রংয়ে পাওয়া যাবে এই ঘড়ি। আপাতত ৫০০০ এর মধ্যেই থাকছে ঘড়ির দাম।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে একবার চার্জে এই স্মাটওয়াচটি ৭ টি চলতে সক্ষম। তবে ব্লু টুথ কলিংয়ের ক্ষেত্রে ১ দিন পর্যন্ত চার্জ দেবে এই স্মার্টওয়াচ। থাকছে আইপি ৬৮ এর ওয়াটার রেসিস্ট্যান্ট রেটিং।
এর আগে কোম্পানির পক্ষ থেকে নয়েজ ফিট ক্রিউ( NoiseFit Crew) নামের একটি স্মার্টওয়াচ লঞ্চ করা হয়। ১৪৯৯ টাকা দামের এই স্মার্টওয়াচ সস্তা হলেও এতে নেই বেশ কিছু প্রিমিয়াম ফিচার।
NoiseFit Halo smartwatch with AMOLED display, Bluetooth calling launched in India: price, specifications https://t.co/6eoUDwP6Bv
— 91mobiles (@91mobiles) February 25, 2023