Noida: ভোরবেলা ঘুমে আচ্ছন্ন বাবা-মা, অষ্টমতলার ব্যালকনি থেকে পড়ে মৃত্যু হল শিশুর
প্রতীকী ছবি

নয়ডা, ১৬ জুনঃ আবাসনের অষ্টমতলা থেকে পড়ে গিয়ে মৃত্যু হল পাঁচ বছরের বালকের। ঘটনাটি ঘটেছে নয়ডার(Noida) সেক্টর ৭৮ এর হাইড পার্ক সোসাইটিতে। সুউচ্চ আবাসনের অষ্টমতলার ব্যালকনি থেকে ভোরবেলা পড়ে যায় ওই কিশোর।

আরও পড়ুনঃ দেওরের সঙ্গে গোপণ প্রেম বৌদির, পথের কাঁটা স্বামীর চরম পরিণতি করলেন স্ত্রী

তড়িঘড়ি ছেলেকে নিয়ে নয়ডা সেক্টর ৭১ এর এক বেসরকারি হাসপাতাল ছোটেন বাবা মা। কিন্তু কোন লাভ হল না। হাসপাতালে মৃত্যু হয়েছে বছর পাঁচেকের ওই বালকের।

আরও পড়ুনঃ অস্ত্রোপচারের পর রোগীর দেহের মধ্যেই রয়ে গেল কাঁচি

পুলিশ সূত্রে খবর, ভোর ৫.৪৫ নাগাদ  হাইড পার্ক সোসাইটিতে ঘটে দুর্ঘটনাটি। বাবা মা ঘুমাছিলেন। রোজকারের মত এদিনও আগে ভাগে ঘুম থেকে উঠে পড়ে ছেলে। সারা বাড়ি ঘুরে ঘুরে খেলা করছিল সে। এরপর বাচ্চাটি যায় বাড়ির ব্যালকনিতে। একাধিক গান লাগানো আছে সেখানে। আর সেখানে যাওয়াই কাল হল তাঁর জীবনে। ব্যালকনির গ্রিল থেকে উলটে সোজা গিয়ে নিচে পড়ে সে। তখনও কিছু জানতে পারেননি বাবা-মা। বাচ্চাটিকে উপর থেকে পড়তে দেখে সঙ্গে সঙ্গে ছুটে আসেন আবাসনের নিরাপত্তারক্ষী এবং প্রতিবেশীরা। খবর দেয় বাচ্চাটির বাবা-মাকে। এরপরেই সন্তানকে নিয়ে হাসপাতাল যান তাঁরা। কিন্তু লাভ হল না।  মৃত্যু হল রক্তাক্ত শিশুর।