নয়াদিল্লিঃ দেশজুড়ে যখন চর্চায় রাজা রঘুবংশী (Raja Raghuvanshi)হত্যাকাণ্ড, তখন পঞ্জাবের লুধিয়ানায় (Ludhiana )স্বামীর হাতে খুন নব বিবাহিতা স্ত্রী (Wife)। বিয়ের মাত্র চার মাসের মধ্যেই ভাড়া বাড়ি থেকে উদ্ধার গৃহবধূর দেহ। ঘটনার পর থেকেই পলাতক স্বামী। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। জানা গিয়েছে, দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকার পর চার মাস আগে বিয়ে কওরে সুনীল ও রাধিকা। মন্দিরে বিয়ে কওরে লুধিয়ানার ফতেগঞ্জ মহল্লার একটি বাড়িতে ভাড়া থাকতে শুরু করে ওই দম্পতি। সেই বাড়ি থেকেই উদ্ধার হয় রাধিকার দেহ।
স্ত্রীকে খুন কওরে পলাতক স্বামী, শুরু তদন্ত
স্থানীয় সূত্রে খবর, কয়েকদিন ধরেই ঘর বন্ধ ছিল তাদের। এরপরই পচা গন্ধ ছড়াতে থাকে। পুলিশে খবর দেন প্রতিবেশীরা। পুলিশ এসে ঘরে দরজা ভেঙে উদ্ধার কওরে রাধিকার দেহ। প্রাথমিক তদন্তে অনুমান, শ্বাসরোধ করে খুন করা হয়েছে ওই নববধূকে। ইতিমধ্যেই স্বামী সুনীলের বিরুদ্ধে খুনের মামলা রুজু করা হয়েছে। তাকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। যদিও কী কারণে খুন তা নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে না। মনে করা হচ্ছে, আগেও একবার বিয়ে হয়েছিল রাধিকার। প্রথম বিয়ের কথা সুনীলের থেকে লুকিয়ে যান রাধিকা। আর তা জানতে পেরেই স্ত্রীকে খুন করে সুনীল। পুলিশের অনুমান, রবিবার রাতে খুন করা হয় রাধিকাকে। মঙ্গলবার উদ্ধার হয় দেহ। ইতিমধ্যেই মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
প্রথম বিয়ের কথা লুকিয়ে দ্বিতীয় বার বিবাহ বন্ধনে আবদ্ধ, সব জানাজানি হতেই স্ত্রীকে খুন স্বামীর