Sachin Tendulkar, PM Modi and CM Yogi Adityanath (Photo Credits: ANI)

নিজের লোকসভা কেন্দ্র বারাণসীকে এবার আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম (International Cricket Stadium in Varanasi) উপহার দিতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আজ শনিবার, ২৩ সেপ্টেম্বর ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপনের অনুষ্ঠানে পৌঁছে গেলেন মোদী। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ (Uttar Pradesh CM Yogi Adityanath), বিসিসিআই সচিব জয় শাহ (BCCI Secretary Jay Shah), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রবি শাস্ত্রী, সুনীল গাভাসকরেরা। আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর  স্থাপনের প্রতীক হিসাবে ভারতীয় ক্রিকেট দলের জার্সি হাতে তুলে নিলেন প্রধানমন্ত্রী।

লখনউ, কানপুরের পর উত্তরপ্রদেশ পেতে চলেছে আরও একটি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম। উত্তরপ্রদেশের পূর্বাঞ্চলে এটিই প্রথম আন্তর্জাতিক স্টেডিয়াম। কাশীর বারাণসীতে এই স্টেডিয়াম তৈরিতে আনুমানিক ৪০০ কোটি টাকা খরচ হতে চলেছে বলে খবর।

ক্রিকেট স্টেডিয়ামের ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠান... 

 

এই স্টেডিয়ামের ইউএসপি হল এর বিশেষ থিম। বারণসীতে  বিশ্বনাথের থিমে এই ক্রিকেট স্টেডিয়াম তৈরি হতে ৩০ মাসের মত সময় লাগতে পারে বলে জানা যাচ্ছে। ৩০.৬ একর জায়গা জুড়ে আধুনিক পরিকাঠামো সহ তৈরি হওয়া এই স্টেডিয়ামে ৩০ হাজার দর্শকাসন থাকবে।