প্রতীকী ছবি (Photo Credits: Wikimedia Commons)

পানীয় জলের (Drinking Water) সমস্যা মেটাতে গ্রামে বসানো হয়েছিল জলের ট্যাঙ্কার। সেই ট্যাঙ্কারের জল খেয়ে ঘটল উল্টো বিপদ। অসুস্থ হয়ে পড়লেন কমপক্ষে ৫০০ জন বাসিন্দা। ঘটনাটি ঘটেছে কর্ণাটকের উদুপি জেলার উপ্পুন্ডা গ্রামে। সূত্রের খবর, বিশাক্ত জল খাওয়ার কারণে ইতিমধ্যেই অনেককেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে জলঘটিত সমস্যায় ভুগছেন এই সমস্ত রোগীরা। আর তারপরেই শনিবার স্থানীয় প্রশাসন ওই ট্যাঙ্কারের জল পরীক্ষা করে দেখে যে জলের মধ্যে প্যাথোজেনিক সালমোনেলা ব্যাসিলারি স্ট্রেনের (Pathogenic Salmonella Bacillary Strains) মতো ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া গিয়েছে। যে কারণে পেট ব্যাথার সমস্যায় ভুগছে গ্রামবাসীরা।

যদিও গুরুতর কেউ অসুস্থ নন বলে জানা গিয়েছে। আর যারা হাসপাতালে ভর্তি হয়েছিলেন তাঁরা ছাড়াও পেয়ে গিয়েছেন বলে খবর। তবে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে প্রশাসনিক আধিকারিকরা। তদন্তকারি অফিসাররা ইতিমধ্যেই গ্রামের ৬০টির মতো বাড়ি থেকে জলের নমুনা সংগ্রহ করেছে। আর সেখানে মোট ৫৬টি বাড়ির জল থেকে উদ্ধার হয়েছে এই ব্যাকটেরিয়া। ফলে কীভাবে এই ব্যাকটেরিয়া জলে এল, জল উত্তোলনের সময়ে কোনও প্রযুক্তিগত সমস্যা হচ্ছে কিনা তা খতিয়েও দেখা হচ্ছে।