Representational Image (Photo Credit: PTI)

কলকাতাঃ এবার খাস কলকাতায় (Kolkata) হাড়হিম করা ঘটনা। দমদমে (Dumdum) গণধর্ষণের (Gang Rape) শিকার সপ্তম শ্রেণির পড়ুয়া। শনিবার সন্ধ্যায় টিউশন পড়তে যাওয়ার সময় এই ঘটনার শিকার হয় ওই কিশোরী এমনটাই অভিযোগ। তদন্তে নেমে নির্যাতিতার এক সহপাঠী-সহ তিনজনকে গ্রেফতার করল দমদম থানার পুলিশ।

জানা গিয়েছে, এদিন সন্ধ্যায় বাড়ি থেকে টিউশন যাওয়ার জন্য বের হয় নির্যাতিতা। পথে এক বন্ধুর সঙ্গে দেখা হলে সে তাকে জোর করে টোটোতে তুলে বস্তি এলাকার একটি বাড়িতে নিয়ে যায়। সেখানে উপস্থিত ছিল আরও কয়েকজন। অভিযোগ, সেখানে সহপাঠী-সহ আরও দু'জন তাকে ধর্ষণ করে। অভিযুক্তদের হাত থেকে কোনওরকমে পালিয়ে প্রাণে বাঁচে নির্যাতিতা বাড়ি ফিরে রাতে অসুস্থ হয়ে পড়ে সে। মেয়ের আচরণে সন্দেহ হয় মায়ের তাকে জিজ্ঞাসাবাদ করতে মাকে সবটা জানায় সে। এরপরই পুলিশের দ্বারস্থ হয় নির্যাতিতার পরিবার। দমদম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে তিনজনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে ধর্ষণ-সহ পকসো আইনের বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানিয়েছে নির্যাতিতার পরিবার।

দমদমে গণধর্ষণের শিকার সপ্তম শ্রেণির পড়ুয়া, গ্রেফতার সহপাঠী-সহ ২