নয়াদিল্লি: উজবেকিস্তানের (Uzbekistan) হোটেলের ভিতরে মেঘালয়ের (Meghalaya) প্রধান সচিবের (Meghalaya principal Secretary) মৃতদেহ উদ্ধার। হোটেলের কর্মীরা তাঁকে অনেকটা সময় ডাকাডাকি ও ফোনে না পেয়ে ঘরের দরজা ভেঙে মৃতদেহ দেখতে পান। হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়েছে বলে সন্দেহ করা হচ্ছে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে।
রাজ্যের মুখ্যমন্ত্রী সাংমা সৈয়দ মহম্মদ এ. রাজির মৃত্যুতে শোক প্রকাশ করে তাঁকে একজন নিবেদিতপ্রাণ কর্মকর্তা এবং একজন উষ্ণ হৃদয়ের ব্যক্তিত্ব হিসেবে বর্ণনা করেন। এক্স হ্যান্ডলে আবেগঘন শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, ‘সৈয়দ মোহাম্মদ এ. রাজী, আইআরটিএস, প্রধান সচিব, জিওএম-এর অকাল মৃত্যুতে গভীরভাবে মর্মাহত। রাজীর অবিশ্বাস্য দক্ষতা এবং অটল নিষ্ঠা তাঁর প্রতিটি বিভাগে স্পষ্ট ছিল এবং তিনি সর্বদা প্রতিটি কাজ এমনভাবে পরিচালনা করতেন যা তাঁর চারপাশের লোকদের অনুপ্রাণিত করত।’