
নয়াদিল্লিঃ মিরাট সৌরভ রাজপুত (Saurabh Rajput) হত্যা মামলায় (Meerut Murder Case) নয়া মোড়। অন্তঃসত্ত্বা (Pregnant)অভিযুক্ত স্ত্রী মুসকান রাস্তোগি (Muskan Rastogi)। জেলেই প্রেগন্যান্সি টেস্ট হয় মুসকানের। জেল সূত্রে খবর, রিপোর্ট অনুযায়ী গর্ভবতী মুসকান। গত ১৯ মার্চ গ্রেফতার হয় মিরাট কাণ্ডের দুই অভিযুক্ত মুসকান ও তার প্রেমিক সাহিল শুক্লার। সোমবার জেলেই শারীরিক পরীক্ষা হয় দু'জনের। মুসকান গর্ভবতী কিনা, সেই নিয়ে সন্দেহ তৈরি হয়েছিল শুরু থেকেই। আলাদা করে প্রেগন্যান্সি টেস্ট হয় মুসকানের এমনটাই জানিয়েছেন চিফ মেডিক্যাল অফিসার অশোক কাটারিয়া। মুসকানের গর্ভের সন্তানের বাবা কে এবার তা খতিয়ে দেখা হবে।
অন্তঃসত্ত্বা জেলবন্দি মুসকান, সন্তানের বাবা কে?
প্রসঙ্গত, গত ৪ মার্চ প্রেমিকের সঙ্গে মিলে স্বামীকে খুন করে মুসকান। ১৫ টুকরো করা হয় প্রাক্তন মার্চেন্ট নেভি অফিসারের দেহ। স্বামীর দেহ টুকরো করে তা নীল ড্রামে ভরে দেয় মুসকান। প্রেমিক সাহিলের সাহায্য নিয়ে সিমেন্ট দিয়ে ড্রামের মুখ বন্ধ করে দেয় সে, পাছে কোনও গন্ধ না বের হয়। স্বামীকে খুন করে প্রেমিকের হাত ধরে মানালি বেড়াতে চলে যায় মুসকান। এরপর মিরাট ফিরতে জানাজানি হয় সবটা। স্বামীকে খুনের দায়ে গ্রেফতার করা হয় মুসকানকে। গ্রেফতার হয় তার প্রেমিক সাহিল শুক্লা। আপাতত তাদের জায়গা হয়েছে মিরাট জেল।
অন্তঃসত্ত্বা মিরাট হত্যাকাণ্ডে অভিযুক্ত মুসকান রাস্তোগি, গর্ভের সন্তানের বাবা কে?
Muskan Rastogi, who is in jail for allegedly murdering her husband with her lover, was found pregnant during a routine medical check-up, officials confirmed. According to Senior Jail Superintendent Viresh Raj Sharma, all women inmates are given health check-ups and pregnancy… pic.twitter.com/Fh9XU6m2mb
— DNA (@dna) April 8, 2025