Janmashtami 2020: করোনার কাঁটা, জন্মাষ্টমীতে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করল মথুরা প্রশাসন
মথুরায় শ্রীকৃষ্ণের মন্দির (Photo credits: Facebook)

মথুরা, ৭ আগস্ট: জন্মাষ্টমী উপলক্ষে (Janmashtami 2020) তিনদিনের জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করলে মথুরা জেলা প্রশাসন। আগামী ১১ থেকে ১৩ আগস্ট পর্যন্ত বাইরের জেলার কেউ মথুরায় যেতে পারেবন না। মূলত, সংক্রামক মহামারী কোভিডের প্রকোপ কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই প্রসঙ্গে মথুরার পুলিশ সুপার রাধেশ্যাম রাই বলেছেন, জেলায় তিনদিনের জন্য জনগণের প্রবেশ নিষিদ্ধ করার একটি পরিকল্পনা প্রস্তুত হয়েছে। রাজস্থান ও হরিয়ানার সঙ্গে মথুরার যে সীমান্ত রয়েছে এই উপলক্ষে সেখানে ৩৯টি ব্যারিকেড লাগানো হবে। একইভাবে ব্যারিকেড পড়বে আগ্রা, নয়ডা, আলিগড় ও হাথরাস সীমান্তে। তিনি আরও বলেন, প্রতিবেশী জেলা প্রশাসনকে ইতিমধ্যেই চিঠি লিখে জানানো হয়েছে যে এবার মথুরায় জন্মাষ্টমীর উদযাপন বাতিল হয়েছে। আরও পড়ুন-Kerala Rains: টানা বর্ষণে মুন্নারে ভূমিধসে মৃত ৫, উদ্ধারকার্যে বায়ুসেনা কপ্টারের সাহায্য চাইল কেরালা সরকার

সে মহামারী হোক বা অন্যকিছু এবারও নিয়ম মেনে মন্দিরে রুদ্ধদ্বার জন্মাষ্টমী উদযাপন হবে মথুরায়। আয়োজকদের যে কজন সেখানে উপস্থিত থাকবেন, তাঁদের প্রত্যেককে কোভিড-১৯ সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মানতে হবে। প্রতিবছর জন্মাষ্টমী উপলক্ষে মথুরাতে লক্ষ লক্ষ পুণ্যার্থীর ভিড় জমে। তবে এবারের পরিস্থিতি অন্যরকম। মহামারী করোনাভাইরাস ইতিমধ্যেই দেশের বহু মানুষের প্রাম কেড়েছে। হু হু করে বাড়ছে সংক্রমণ। কোনওভাবেই সংক্রমণ রোখা সম্ভব হচ্ছে না। দোল উৎসব বন্ধ হয়েছে। সবাই ঈদ পালন করলেন বাড়িতে। এবার জন্মাষ্টমীও বাতিল হল। মথুরার জনপ্রিয় বাঁকে বিহারীর মন্দির ও বৃন্দাবনের প্রেম মন্দিরেও জনগণের প্রবেশ আপাতত বন্ধ হতে চলেছে। আগামী ৩১ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত জনগণের জন্য বন্ধ থাকবে মন্দিরের দ্বার।