Senior Police Officers in Jiribam As Search Continues (Photo Credit: X)

মনিপুর: মাঝে কিছুটা শান্তি ফিরলেও ফের নতুন করে অশান্ত মণিপুর (Manipur)। পরিস্থিতি সামলাতে এলাকায় ফের নতুন করে সশস্ত্র বাহিনী বিশেষ ক্ষমতা আইন (Armed Forces Special Powers Act) বা ‘আফস্পা’ লাগু করল কেন্দ্র সরকার। জিরিবাম-সহ ৬টি থানা এলাকায় এই আইন বলবৎ করা হয়েছে। সংঘর্ষ শুরু হওয়ার পর গতকাল থেকে মণিপুরের জিরিবাম থেকে তিন শিশু এবং তিনজন মহিলা নিখোঁজ রয়েছে৷

জিরিবাম (Jiribam) জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ১১ জন সন্দেহভাজন কুকি জঙ্গি মারা গিয়েছে। আহত হন এক সিআরপিএফ জওয়ানও। মেইতেই সম্প্রদায়ের বেশ কয়েকজন মহিলা ও শিশুকে অপহরণ করার অভিযোগ উঠেছে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে। নিরাপত্তা বাহিনী নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করেছে।নিখোঁজ ৬ জনকে পেতে তৎপর জিরিবামের সিনিয়র পুলিশ অফিসাররা।

মণিপুরের পাঁচজন কংগ্রেস বিধায়ক মণিপুরের পরিস্থিতি নিয়ে আলোচনা করতে গুয়াহাটির রাজভবনে গতকাল রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের দেখা করেন।