নয়াদিল্লিঃ দুই বন্ধুতে (Friends) চলছিল পার্টি (Party)। তবে মনে মনে ছিল সন্দেহ। স্ত্রীর (Wife) সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন বন্ধু, এই সন্দেহে মদ্যপান করতে করতেই সেই বন্ধুকে খুন করে বসলেন যুবক। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে নয়ডায়। গেফতার অভিযুক্ত।
জানা গিয়েছে, অভিযুক্ত ও নিহত দুই যুবক আসলে বিহারের বাসিন্দা। কর্মসূত্রে নয়ডায় আসে তারা। নয়ডার নলেজ পার্ক এলাকার একটি নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয়ে দিনমজুরের কাজ করত তারা। সোমবার সন্ধ্যায় সেখানে বসেই মদ্যপান করছিল গোলু কুমার এবং হরিমোহন নামে ওই দুই যুবক। সেখানেই আচমকা গোলু কুমারকে আক্রমণ করে হরিমোহন। তার স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক রয়েছে গোলুর, এমনটাই দাবি করে হরিমোহন।
সন্দেহের বশে বন্ধুকে খুন, গ্রেফতার যুবক
দু'জনের মধ্যে এই নিয়ে বচসা চরমে পৌঁছলে গোলু কুমারকে ইট দিয়ে মাথায় আঘাত করে হরিমোহন। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন গোলু। এরপরই ঘটনাস্থল থেকে পালায় হরিমোহন। পরে পুলিশ এসে গোলুকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই অভিযুক্ত হরিমোহনকে গ্রেফতার করেছে পুলিশ। চলছে তদন্ত।
স্ত্রীর সঙ্গে পরকীয়ার সন্দেহ, মত্ত অবস্থায় বন্ধুকে খুন যুবকের
Man Kills Friend Over Suspected Affair With Wife In Noida, Arrested: Cops https://t.co/AbwDZ2APve pic.twitter.com/oDpXzWvGBh
— NDTV (@ndtv) June 24, 2025