নয়াদিল্লিঃ মহারাষ্ট্রের দিক ধেয়ে আসছে ঘূর্ণিঝড়(Cyclone)। ক্রমে শক্তি সঞ্চয় করছে এই ঘূর্ণিঝড়। ঘণ্টায় ১৩ কিলোমিটার বেগে অগ্রসর হচ্ছে এই ঝড়। বর্তমানে গুজরাটের দ্বারকা থেকে ২৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে রয়েছে এই ঝড়। ইতিমধ্যেই ৭ অক্টোবর পর্যন্ত মহারাষ্ট্রজুড়ে জারি সতর্কতা। যত স্থলভাগের দিকে এগোবে তত শক্তি বাড়াবে এই ঝড়। এই ঝড়ের প্রভাব পড়তে পারে থানে, রত্নগিরি, সিন্ধুদুর্গ অঞ্চলে। এই ঝড়ে বাতাসের সর্বাধিক হতে পারে ঘণ্টায় ৬৫ কিলোমিটার।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড়, কখন আছড়ে পড়বে 'শক্তি'?
Cyclone Shakti intensifies into severe storm, IMD issues alert for Maharashtra coast
More details ⬇️https://t.co/2RJzVtl88g
— Moneycontrol (@moneycontrolcom) October 4, 2025