পুলিশকর্মী মনোজ যাদব (Photo Credits: Twitter)

দামোহ, ১২ মে: দুটো চলন্ত গাড়ির ছাদে পা রেখে অজয় দেবগন অভিনীত “সিঙ্ঘম” সিনেমার পোজ। পুলিশি তদন্তের মুখে মধ্যপ্রদেশের সাব ইনস্পেক্টর (Madhya Pradesh Police) মনোজ যাদব। এমন কাজ করার জন্য তাঁকে ৫ হাজার টাকা জরিমানাও দিতে হয়েছে। এমন ডেয়ার ডেভিল ভূমিকায় নিজেকে দেখাতে গিয়ে চাকরি নিয়েই প্রায় টানাটানি পড়েছে। এরই মধ্যে সাব ইনস্পেক্টর মনোজ যাদবকে সতর্কও করা হয়েছে। ফের এমন কাজ করলে তাঁর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এদিকে ইতিমধ্যেই ওই পুলিশকর্মীর ডেয়ার ডেভিল পোজের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আরও পড়ুন- West Bengal: করোনা যুদ্ধের মধ্যেই বিবেক কুমারকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্য সচিবের পদ থেকে অপসারণ, নবান্নর সঙ্গে মতান্তরই কী নেপথ্য কারণ!

মধ্যপ্রদেশের দামোহ জেলার নরসিংহগড় থানার দায়িত্ব রয়েছেন ওই মনোজ যাদব। নিজের উর্দিতেই সিনেমার নায়ককে নকল করে পোজ দিয়ে নেটিজেনদের চোখে হিরো হলেও কর্মক্ষেত্রে ঘোরতর সমালোচনার মুখে মনোজ যাদব। ভাইরাল ভিডিও দেখে জেলার পুলিশকর্তারা তাঁকে সাবধান করেছেন। পুলিশ কর্মী যদি এমন পোজ দেন তবে যুবসমাজের কাছে ভুল বার্তা যাবে। সাগর রেঞ্জের ইনস্পেক্টর জেনারেল অনিল শর্মা ইতিমধ্যেই এই বিষয়ে তদন্তের জন্য দামোহর পুলিশ সুপার হেমন্ত চৌহানকে নির্দেশ দিয়েছেন। প্রাথমিক তদন্তের পর মনোজ যাদবকে ৫ হাজার টাকার জরিমানা করেছেন পুলিশ সুপার হেমন্ত চৌহান। এবং সেই সঙ্গে ভবিষ্যতে এমন ভুলের পুনরাবৃত্তি যেন না হয় বলে তাঁকে সতর্কও করেছেন।