কলকাতাঃ নভেম্বরের শুরুতেই শীতের (Winter) আমেজ। শুক্রবার থেকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি। আর সেই আবহে বুধ থেকে ঠাণ্ডা হাওয়ার শিরশিরানি। বৃহস্পতিতেও অব্যাহত সেই ধারা। ধীরে ধীরে কমছে তাপমাত্রার পারদ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। যা ক্রমে বাংলাদেশ উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। যার জেরে বুধ সকালে শহরের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কম। সকাল থেকেই অনুভূত হচ্ছে ঠাণ্ডা। তবে বেলা বাড়লে তাপমাত্রা কিছুটা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস।
বঙ্গোপসাগরে ফের ঘনীভূত নিম্নচাপ, কেমন থাকবে আজ শহরের আবহাওয়া?
অন্যদিকে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে আগামী শুক্রবার থেকে উত্তাল থাকবে মায়নমার-বাংলাদেশ উপকূল সংলগ্ন সাগর এলাকা। এই ক'দিন মৎসজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার নির্দেশ দিয়েছে আবহাওয়া দফতর। শুক্রবার থেকেই জেলায় জেলায় দুর্যোগের সম্ভাবনা। বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগণা, পূর্ব মেদিনীপুর-সহ বিভিন্ন জেলায়। এছাড়া ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে। এছাড়া আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা থাকবে কলকাতার আকাশ।
ফের নিম্নচাপের ভ্রূকুটি, শীতের শিরশিরানির মধ্যেই কি নামবে বৃষ্টি? বৃহস্পতিতে কেমন থাকবে শহরের আবহাওয়া?
Capital City Forecast for 7 Days pic.twitter.com/TxFe43rvRL
— IMD Kolkata (@ImdKolkata) November 5, 2025