
নয়াদিল্লিঃ ধরুন গভীর ঘুমে (Sleep) আচ্ছন্ন আপনি। আর মুখের সামনে এসে দাঁড়িয়ে সিংহ (Lion)? চোখ খুলে সিংহকে দেখে ঠিক কী প্রতিক্রিয়া হবে আপনার? ভাবলেই বুক কেঁপে উঠছে তো? সম্প্রতি ঠিক এমনই ঘটনা ঘটেছে। ঘুমন্ত ব্যক্তির গোটা গা শুঁকছে সিং। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই মুহূর্তের ভিডিয়ো। ভাইরাল ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তার পাশে শান্তির ঘুম ঘুমোচ্ছেন এক ব্যক্তি। রাতের বেলা নিস্তব্ধ রাস্তাঘাট। আর এমনসময় রাস্তায় এসে হাজির এক সিংহ।
ঘুমন্ত ব্যক্তির গোটা শরীর শুঁকল সিংহ, ভাইরাল ভিডিয়ো
ওই রাস্তায় এসে প্রথমেই তার চোখ গেল রাস্তার একপাশে শুয়ে থাকা ব্যক্তির দিকে। তাঁর গায়ের সামনে গিয়ে ভাল কওরে শুঁকল সে কিন্তু ওই ব্যক্তির কোনওরকম ক্ষতি না করেই সেখান থেকে চলে গেল সে। সিংহের এহেন আচরণে অবাক অনেকেই। মুখের সামনে শিকার পেয়েও তা ছেড়ে গেল সিংহমামা? এই দৃশ্য অবাক করেছে অনেককেই। সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে গোটা ঘটনাটি। 'ক্রিয়েটলি ইন' নামে একটি পেজ থেকে সামাজিক মাধ্যম এক্স-এ ভিডিয়োটি শেয়ার করা হয়েছে। পোস্টটিতে মন্তব্য করেছেন বহু মানুষ।এখনও পর্যন্ত ৯ লক্ষ ভিউজ পেয়েছে ভিডিয়োটি। শেয়ার করেছেন কয়েক হাজার মানুষ।
রাস্তার ধারে ঘুমন্ত ব্যক্তির বিছানায় উঠে পড়ল সিংহ, তারপর...? ভাইরাল ভিডিয়ো
A street surveillance clip from India has gone viral, showing a lion calmly approaching a man sleeping on the sidewalk, sniffing him briefly, then walking away into the dark.#India #Lion #Viral pic.twitter.com/FiXU2uZOSD
— Barlaman Today (@BarlamanToday) June 8, 2025