প্রতীকী ছবি (Photo Credits: Pixabay)

বেঙ্গালুরু, ১২ জানুয়ারিঃ হোস্টেলের এক নবম শ্রেণির ছাত্রী সন্তানের জন্ম দেওয়ায় প্রশ্নচিহ্নের মুখে পড়েছে হোস্টেল কর্তৃপক্ষ এবং হোস্টেলের নিরাপত্তা। ঘটনায় গাফিলতির অভিযোগে কর্ণাটকের (Karnataka) চিক্কাবাল্লাপুরের ওই হোস্টেলের ওয়ার্ডেনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। ঘটনায় পকসো আইনের অধীনে (POCSO Act) মামলা দায়ের করেছে পুলিশ।

আরও পড়ুনঃ রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা, ২২ জানুয়ারি ড্রাই ডে, দেখুন তালিকা

ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্র খবর, দশম শ্রেণির এক ছাত্রের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েছিল ওই ছাত্রী। ছেলেটির সঙ্গে একই স্কুলেই পড়ত সে। বাগেপল্লি শহরের কাশাপুরার বাসিন্দা ওই তরুণী কয়েক দিন ধরেই স্কুলে আসছিল না। পেটের ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ায় পরিবার জানতে পারে নবম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা। ওই হাসপাতালেই সন্তানের জন্ম দেয় তরুণী।

হোস্টেল কর্তৃপক্ষ জানিয়েছে, একবছর আগে অষ্টম শ্রেণিতে পড়াকালীন হোস্টেলে এসেছিল ওই নাবালিকা ছাত্রী। অত অগাস্ট মাসে হোস্টেলে স্বাস্থ্য পরীক্ষা হয়। সেখানেও নাবালিকা ছাত্রীর গর্ভবতী হওয়ার বিষয়টি ধরা পড়েনি। অন্যদিকে দশম শ্রেণির ওই ছাত্র নিখোঁজ। তাঁর খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনার বিশদ তদন্তও চলছে।