Liquor (Photo Credits: Pixabay)

দিল্লি, ১২ জানুয়ারি:  আগামী ২২ জানুয়ারি ড্রাই ডে ঘোষণা করা হল একাধিক রাজ্যে। অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরের (Ram Temple) প্রাণ প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে গোটা দেশের বিভিন্ন রাজ্য জুড়ে ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। উত্তরপ্রদেশে (Uttar Pradesh) ২২ জানুয়ারি ড্রাই ডে হিসেবে ঘোষণা করা হয়েছে। পাশাপাশি ২২ জানুয়ারি রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানকে জাতীয় উৎসবের তকমা দেওয়া হোক বলে দাবি জানানো হয় যোগী আদিত্যনাথ সরকারের তরফে। পাশাপাশি ওই দিন রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। উত্তরপ্রদেশের মানুষ যাতে প্রাণ ভরে উৎসব উপভোগ করতে পারেন, তার জন্যই এই সিদ্ধান্ত যোগী সরকারের।

আগামী ২২ জানুয়ারি ছত্তিশগড়েও ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। গত সপ্তাহে ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণদেব সাই এই সিদ্ধান্তের কথা জানান। রাম মন্দিরে রামলাল্লার প্রাণ প্রতিষ্ঠা দিবসের গুরুত্ব কতটা, তা বোঝাতেই ছত্তিশগড় সরকারের এই সিদ্ধান্ত বলে জানানো হয়।

আরও পড়ুন: PM Narendra Modi On Ram Temple: রাম মন্দিরে প্রাণ প্রতিষ্ঠার আগে ১১ দিন উপোস প্রধানমন্ত্রীর, শুরু আজ থেকে

অসমেও (Assam) ২২ জানুয়ারি ড্রাই ডে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা এই সিদ্ধান্ত নিয়েছেন। অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণে রেখেই অসম সরকারের এই সিদ্ধান্ত বলে জানানো হয়।

রাজস্থানেও (Rajasthan) ২২ জানুয়ারি ড্রাই ডে। রাজ্যের কোথাও ওইদিন মদ কেনাবেচা করা যাবে না বলে জানানো হয় বিজেপি সরকারের তরফে।

২২ জানুয়ারি মহারাষ্ট্র (Maharashtra) জুড়েও ড্রাই ডে ঘোষণা করা হয়েছে।  মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সরকারের তরফে ২২ জানুয়ারি ড্রাই ডে হিসেবে ঘোষণা করা হয়েছে।