রাঁচি, ১৯ অগাস্টঃ ঝাড়খণ্ডের ৯ মাসের এক শিশুর শরীরে মিলল ব্লাড ফ্লু-র ভাইরাস (Bird Flu Detected in 9 month old baby)। রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে (RIMS) ভর্তি রয়েছে শিশুটি। জ্বর, কাশি এবং শ্বাসকষ্টের লক্ষণ নিয়ে রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে ভর্তি হয়েছিল ঝাড়খণ্ডের (Jharkhand) রামগড় জেলা নিবাসী ওই শিশু।
আরও পড়ুনঃ আবার অসুস্থ সৃজিত, বন্ধ ‘দশম অবতার’এর শুটিং, কী হয়েছে পরিচালকের?
শিশুর নাকের সোয়াব জেনেটিক্স এবং জিনোমিক্স বিভাগে পাঠানো হয়েছিল পরীক্ষার জন্যে। সেই রিপোর্টে দেখা যায় ৯ মাসের শিশুর শরীরে ব্লাড ফ্লু হানা দিয়েছে।শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ রাজীব মিশ্রের চিকিৎসাধীন রয়েছে শিশুটি। তিনি জানান, এই হাসপাতালে এটি বছরের প্রথম ব্লাড ফ্লুর কেস।
শিশুর চিকিৎসার বিষয় তিনি আরও বলেন, এই ক্ষেত্রে করোনা ভাইরাসের (Covid 19) মতই সতর্কতা অবলম্বন করতে হয়। আক্রান্তকে বাকিদের থেকে আলাদা রাখা হয়েছে।