জম্মু, ১০ অগাস্ট: স্বাধীনতা দিবসের (Independence Day) আগে ১০০ ফিটের লম্বা জাতীয় পতাকা তুলল ভারতীয় সেনা। জম্মু কাশ্মীরের গুলমার্গে তোলা হয় ওই জাতীয় পতাকা। স্বাধীনতা দিবসের আগে ভূস্বর্গের (Jammu Kashmir) মাটিতে দাঁড়িয়ে ভারতীয় সেনার এই ১০০ ফিটের লম্বা পতাকার ছবি প্রকাশ্যে আসতেই তা ভাইরাল হয়ে যায়।
শান্তি এবং স্বস্তির নয়া বার্তা বহন করবে ১০০ ফিটের এই জাতীয় পতাকা। ভূস্বর্গে শান্তি এবং সুস্থিতি বজায় রাখবে এই পতাকা। এমনও আশা প্রকাশ করা হয় ভারতীয় সেনা বাহিনীর (Indian Army) তরফে।
আরও পড়ুন: Tripura: তৃণমূলের আত্মবিশ্বাস বাড়ছে ত্রিপুরায়, 'ফুটো মস্তানি' করছে বিজেপি, বিস্ফোরক কুণাল ঘোষ
দেখুন ভিডিয়ো...
"One Flag, one Land, one Heart, one Hand"#Kashmir ready to welcome the Tallest Flag in Gulmarg. The skyline of #Gulmarg will soon be characterised by 100 ft tall #Flag. The place is increasingly becoming popular among the tourists.
Jai Hind #IndianArmy#India @adgpi pic.twitter.com/c9ioPpMJJr
— Chinar Corps - Indian Army (@ChinarcorpsIA) August 4, 2021
স্বাধীনতা দিবসের আগে ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠতে শুরু করেছে জম্মু কাশ্মীরের বিভিন্ন এলাকা। কখনও জঙ্গিদের সঙ্গে বদগাঁওয়ে গুলির লড়াই চলছে বাহিনীর। আবার কখনও সাম্বায় (Samba) সন্দেহজনক পাকিস্তানি ড্রোনের দেখা মিলছে। তবে স্বাধীনতা দিবসের আগে যাতে ভূস্বর্গে কোনও ধরনের অশান্তি ছড়াতে না পারে পাক (Pakistan) মদতপুষ্ট জঙ্গিরা, সেদিকেও রাখা হয়েছে কড়া নজর।