Indigo (Photo Credit: File Photo)

নয়াদিল্লিঃ মাঝ আকাশে ফের যান্ত্রিক ত্রুটি। আকাশে (Sky) ওড়ার কিছুক্ষণের মধ্যেই দিল্লি বিমানবন্দরে (Delhi Airport) ফিরল লে-গামী ইন্ডিগোর (Indigo) একটি বিমান (Flight)। নিরাপদে দিল্লিতে (Delhi) ফেরানো হয়েছে ১৮২ জন যাত্রী ও ক্রুদের। জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দিল্লি বিমানবন্দর থেকে লের দিকে রওনা দেয় ইন্ডিগোর ৬ই-২০০৬ বিমানটি। কিন্তু দিল্লির মাটি ছেড়ে আকাশে কিছুক্ষণ ওড়ার পরই বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা যায়। প্রবল ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। ছড়ায় আতঙ্ক। এরপরই পথ বদল কওরে দিল্লিতে ফেরার সিদ্ধান্ত নেন পাইলট।

মাঝপথে বিপত্তি, দিল্লিতেঁ ফেরানো হল ইন্ডিগোর বিমানকে

অবশেষে দিল্লি বিমানবন্দরে জরুরি অবতরণ করে বিমানটি। বিমানবন্দরে নেমে ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেন যাত্রীরা। সংবাদমাধ্যমের সামনে তাঁরা জানান, তীব্র ঝাঁকুনি অনুভব করেন তাঁরা। আতঙ্কে চিৎকার শুরু করেন অনেকে। কী কারণে এই ধরনের সমস্যার সম্মুখীন হতে হল যাত্রীদের? তা নিয়ে কোনও অফিসিয়াল বিবৃতি দেওয়া হয়নি ইন্ডিগোর তরফে। উল্লেখ্য, গতকাল অর্থাৎ বুধবারও ইন্ডিগোর বিমানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ভুবনেশ্বর-কলকাতা ইন্ডিগো বিমানের যাত্রীদের একই ধরনের অভিজ্ঞতা হয়। যদিও এদিন রানওয়েতেই ঝাঁকুনি অনুভব করেন যাত্রীরা। বারেবারে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি বিমানে সুরক্ষা ব্যবস্থার ফাঁকফোকরকে সামনে আনছে। যা নিয়ে রীতিমতো উদ্বেগ বাড়ছে যাত্রীদের মধ্যে।

 ফের মাঝ আকাশে যান্ত্রিক ত্রুটি, দিল্লিতে ফিরতে হল হল ইন্ডিগোর বিমানকে, রক্ষা পেলে ১৮২ জন