মুম্বই, ১৩ এপ্রিল: অর্থনৈতিক মন্দাগতি ভারতের অটোমোবাইল সেক্টরকে (Indian automobile sector) বহু আগেই ক্ষতির মুখ দেখিয়েছিল। করোনার বাজারে সেই ক্ষতির মাত্রাটা আরও একটু দীর্ঘ হল। সোসাইটি অফ ইন্ডিয়ান অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স সোমবার গত মার্চের অটো মোবাইল সেক্টরের উপার্জনের তথ্য প্রকাশ্যে এনেছে। সেখানে দেখা যাচ্ছে যে ২০২০-তে গাড়ি বিক্রি ১৮ শতাংশেরও বেশি কমেছে। এই সময়ে গাড়ির উৎপাদন কমেছে ১৫ শতাংশ। সবমিলিয়ে ২০২০ মার্চে অটোমোবাইল সেক্টরের উপার্জন ৪৫ শতাংশ পড়েছে। যাত্রীবাহী গাড়ির বিক্রির ক্ষেত্রের চিত্রটাও অনেকটা একই রকম। সেখানে বিক্রি কমেছে ১৭.৮২ শতাংশ। অর্থা ২ কোটি ৭৭ লক্ষ ৫ হাজার ৬৭৯ ইউনিট। ব্যবসায়িক কাজে ব্যবহৃত গাড়ির ক্ষেত্রে বিক্রি পড়েছে ২৮. ৭৫ শতাংশ।
এককথায় ৭ লক্ষ ১৭ হাজার ৬৮৮ ইউনিট বিক্রি থমকে আছে। তিন চাকার গাড়ির বিক্রি কমেছে ৯. ১৯ শতাংশ অর্থাৎ ৬ লক্ষ ৩৬ হাজার ৫৬৯ ইউনিট। এবং ১৭.৭৬ শতাংশ পড়েছে দুচাকার গাড়ির বিক্রি, যা ১৭ কোটি ৪ লক্ষ ১৭ হাজার ৬১৬ ইউনিট। আরও পড়ুন-Teenager Takes Friend In Suitcase: লকডাউনের বাজারে হাজারো বাধা, বন্ধুকে সুটকেসে ভরে বাড়ি আনল কিশোর
পরিস্থিতি বিবেচনা করে এসআইএএম প্রেসিডেন্ট রাজন ওয়াধেরা বলেন, “গাড়ি শিল্প এখন বিরাট ক্ষতির মুখে পড়েছে। সাপ্লাই চেন পুরোপুরি বিপর্যস্ত। কর্মীদের সুস্বাস্থ্যের কথা ভেবেই গাড়ির বিভিন্ন সংস্থাগুলি মার্চের শেষ সপ্তাহ থেকেই সমস্ত রকম প্রোডাকশন বন্ধ রেখেছে। এরফলে এসআইএম প্রতিদিন যে ২ হাজার ৩০০ কোটির প্রোডাকশন টার্নওভার রাখে তা আপাতত লোকসানে ভরপুর। ২১ দিনের লকডাউনে মার্চের শেষ সপ্তাহ দেশের অটোমোবাইল সেক্টরের কাছে বিরাট চ্যালেঞ্জের।”