দিল্লি, ১৫ অগাস্ট: লালকেল্লায় (Red Fort) স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে যাননি রাহুল গান্ধী (Rahul Gandhi) এবং মল্লিকার্জুন খাড়গেরা (Mallikarjun Kharge)। লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে রাহুল গান্ধীর অনুপস্থিতি নিয়ে কড়া কটাক্ষ করল বিজেপি। লালকেল্লায় স্বাধীনতা দিবসের (Independence Day 2025) অনুষ্ঠানে যেভাবে রাহুল গান্ধী এবং মল্লিকার্জুন খাড়গে গরহাজির থাকেন, তার জেরে তাঁদের ব্যাবহার অত্যন্ত 'লজ্জাজনক' বলে মন্তব্য করা হল বিজেপির তরফে।
বিজেপিরমুখপাত্র শেহজ়াদ পুনাওয়ালা বলেন, লালকেল্লায় স্বাধীনতা দিবসের যে অনুষ্ঠান ছিল, তা জাতীয় উদযাপন। তবে রাহুল গান্ধী সেখানে যাননি। ১৫ অগাস্টের অনুষ্ঠান এড়িয়ে গিয়েছেন রাহুল। 'পাকিস্তান-প্রেমী' (Lover Of Pakistan) রাহুল গান্ধী মোদীর বিরোধ এবং দেশের সেনার বিরোধ করতে গিয়ে স্বাধীনতা দিবসের এই জাতীয় উদযাপনের অনুষ্ঠান পুরোপুরিভাবে এড়িয়ে গিয়েছেন বলে কটাক্ষ করেন শেহজ়াদ পুনাওয়ালা।
এদিকে বিজেপি যখন রাহুল গান্ধীকে কটাক্ষ করছে, সেই সময় দিল্লিতে যে ইন্দিরা গান্ধী ভবন রয়েছে, সেখানকার অনুষ্ঠানে হাজির হন রাহুল গান্ধী। মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের সিনিয়র নেতাদের সঙ্গে ইন্দিরা গান্ধী ভবনের জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানে রাহুল গান্ধীকে দেখা যায়।
দেখুন ইন্দিরা গান্ধী ভবনে জাতীয় পতাকা উত্তোলনের অনুষ্ঠানে হাজির হন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গে-সহ কংগ্রেসের নেতারা...
हम लोकतंत्र और संविधान के प्रति संकल्पित हैं, इसकी रक्षा करते रहेंगे। pic.twitter.com/Z73th10t5a
— Congress (@INCIndia) August 15, 2025
এদিকে লালকেল্লায় জাতীয় পতাকা উত্তোলন করে দেশবাসীর উদ্দেশ ভাষণ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। যেখানে পাকিস্তানকে কড়া কটাক্ষ থেকে শুরু করে অনুপ্রবেশ সমস্যা কিংবা মার্কিন বিরোধ শুল্ক নিয়ে। সবকিছুই প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এসেছে। প্রধানমন্ত্রী আজ ১০৩ মিনিটি বক্তৃতা দিয়েছেন। যা স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরুর রেকর্ড ভেঙে দিয়েছে বলে জানা যাচ্ছে।
লালকেল্লায় প্রধানমন্ত্রী মোদী...
Sharing glimpses from the Independence Day celebrations at the Red Fort.
This is a great occasion to remember our freedom fighters and reaffirm our commitment to building a stronger, self-reliant India. pic.twitter.com/hdieMsJS9I
— Narendra Modi (@narendramodi) August 15, 2025