Imran Khan (Photo Credit: Instagram)

ইসলামাবাদ, ২০ ডিসেম্বর: এবার নয়া বিতর্কে পাকিস্তানের (Pakistan) প্রাক্তন প্রধানমন্ত্রী।  পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সেক্স কলের অভিযোগ করলেন এক মহিলা। সংশ্লিষ্ট মহিলা একটি অডিও সম্প্রতি অনলাইনে ভাইরাল করেন। সেখানেই ওই মহিলা দাবি করেন, তাঁর প্রকাশ করা অডিওতে যাঁর কণ্ঠস্বর শেনা যাচ্ছে, তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান (Imran Khan)। রিপোর্টে প্রকাশ, ইমরান খানের নাম করে যে অডিও প্রকাশ করা হয়েছে, সেখানে মহিলার সঙ্গে একজন পুরুষকে অশ্লীল এবং অশ্রাব্য ভাষায় কথা বলতে শোনা যায়। বর্তমানে ইমরান খানের ওই অডিও গোটা দেশ জুড়ে ভাইরাল হয়ে যায়।  আগামী বছর পাকিস্তানে নির্বাচন।  তার আগে ইমরান খানের এই সেক্স ভিডিয়ো ছড়ানো নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

 

পাকিস্তানের একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, পিটিআই প্রধান ইমরান খানকে এক মহিলার সঙ্গে যৌন সুড়সুড়ি দেওয়া অশ্রাব্য ভাষায় কথা বলতে শোনা যায়।  শুধু তাই নয়, ইমরান খানের সঙ্গে ওই মহিলা দেখা করতে পারবেন না।  তাঁর গোপনাঙ্গে যন্ত্রণা রয়েছে।  সেই কারণেই তিনি পিটিআই প্রধানের সঙ্গে দেখা করতে পারবেন না বলে ওই অডিও ক্লিপে শোনা যায়। এরপরই ওই মহিলা বলেন, তাঁর শরীর ভাল থাকলে, তিনি পরদিন ইমরান খানের সঙ্গে দেখা করবেন।  যার পালটা উত্তরে ইমরান বলেন, তাঁর স্ত্রী এবং সন্তানদের বাড়িতে আসার কথা রয়েছে।  তাঁর স্ত্রী, সন্তানরা যাতে দেরি করে বাড়িতে ফেরেন, সেই চেষ্টা তিনি করবেন এবং তাঁকে জানাবেন বলে জানান।

আরও পড়ুন: Imran Khan Video: ট্রাকে চেপে প্রচারের মাঝে ইমরান খানকে লক্ষ্য করে উড়ে এল গুলি, দেখুন সেই ভিডিয়ো

সৈয়দ আলি হায়দর নামে পাকিস্তানের এক সাংবাদিক ইমরান খানের ওই সেক্স অডিও ইউটিউবে প্রকাশ করেন। ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন, সেই সময় পিএমও-তে বসেই তিনি এক মহিলার সঙ্গে ওই কথোপকথন শুরু করেন। যা নিয়ে তোলপাড় হয়ে যাচ্ছে গোটা পাকিস্তান।