ICC WTC Prize Money: তৃতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship) চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা (South Africa)। ২০২৩ সালের ১৬ জুন থেকে শুরু হয়েছিল তৃতীয় আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (ICC WTC 2023-25)। আজ, শনিবার লর্ডসে শেষ হল তৃতীয় টেস্ট চ্যাম্পিয়নশিপ। জিম্বাবোয়ে ও আয়ারল্যান্ডকে বাদ দিয়ে ৯টি টেস্ট খেলিয়ে দেশ নিজেদের মধ্যে তিন বছর ধরে যতগুলি টেস্ট সিরিজ খেলে সেগুলির ফলের ভিত্তিতে এবারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি হয় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া। গত বুধবার থেকে লর্ডসে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল অস্ট্রেলিয়াকে ৫ উইকেট হারিয়ে খেতাব জিতল দক্ষিণ আফ্রিকা। এই প্রথম ক্রিকেটে সিনিয়র পর্যায়ে বিশ্ব চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা।
দীর্ঘ ২৭ বছর পর আইসিসি ট্রফি জিতল প্রোটিয়ারা
দীর্ঘ ২৭ বছর পর প্রোটিয়ারা আইসিসি ট্রফি জিতল। টেস্টের চতুর্থ ইনিংসে এইডেন মার্করামের অবিশ্বাস্য ১৩৬ রানে ভর করে ঐতিহাসিক জয় পেল তেম্বা বাভুমার দল। ফাইনালে প্রথম ইনিংসে ১৩৮ রানে অল আউট হয়ে ৭৪ রানে পিছিয়ে থেকেও লর্ডসে অবিশ্বাস্য জয় পেল প্রোটিয়া বাহিনী। ফাইনালের সেরা ক্রিকেটার হলেন মার্করাম। আরও পড়ুন-ভাগ্যের চাকা ঘুরিয়ে কীভাবে বাইশ গজে প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন হল দক্ষিণ আফ্রিকা
টেস্টে বিশ্বসেরা দক্ষিণ আফ্রিকা
The moment all of South Africa had been waiting for 🇿🇦🏆#WTC25 #SAvAUS pic.twitter.com/tmgZGbkFFy
— ICC (@ICC) June 14, 2025
চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা পেল ৩০ কোটি ৭৪ লক্ষ টাকা
এবার আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে দক্ষিণ আফ্রিকা ভারতীয় মুদ্রায় প্রায় ৩০ কোটি ৭৪ লক্ষ টাকা (৩ হাজার ৬০০ মার্কিন ডলার) পুরস্কার মূল্য হিসেব পেল। সেখানে রানার্স অস্ট্রেলিয়া পেল ভারতীয় মুদ্রায় প্রায় ১৮ কোটি টাকার মত। তৃতীয় স্থান পাওয়ার সুবাদে টিম ইন্ডিয়া পুরস্কার মূল্য হিসেবে পেল প্রায় ১২ কোটি টাকার মত।
আইসিসি ২০২৩-২৫ বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পুরস্কার মূল্য:
চ্যাম্পিয়ন: দক্ষিণ আফ্রিকা (প্রায় ৩০ কোটি ৭৪ লক্ষ টাকা)
রানার্স: অস্ট্রেলিয়া (প্রায় ১৮ কোটি ৪৫ লক্ষ টাকা)
তৃতীয়: ভারত (প্রায় ১২ কোটি ৩১ লক্ষ টাকা)
চতুর্থ: নিউ জিল্যান্ড (১০ কোটি ২৫ লক্ষ টাকা)
পঞ্চম: ইংল্যান্ড (৮ কোটি ২০ লক্ষ টাকা)
ষষ্ঠ: শ্রীলঙ্কা ( ৭ কোটি ১৭ লক্ষ টাকা)
সপ্তম: বাংলাদেশ ( ৬ কোটি ১৫ লক্ষ টাকা)
অষ্টম: ওয়েস্ট ইন্ডিজ (৫ কোটি ১২ লক্ষ টাকা)
শেষ: পাকিস্তান (৪ কোটি ১০ লক্ষ টাকা)