WTC Champion Captain Temba Bavuma. (Photo Credits: X)

পার্থ প্রতিম চন্দ্র: South Africa Cricket Team: দীর্ঘ, দীর্ঘ অপেক্ষার অবসান। অবশেষে আইসিসি বিশ্বকাপে শাপমুক্তি হল দক্ষিণ আফ্রিকার। চোকার্সের তকমা মুছে লর্ডসকে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ICC World Test Championship 2025)- চ্যাম্পিয়ন হল তেম্বা বাভুমা (Temba Bavuma)র দল। টানা ৮টি টেস্টে জিতে এই ফর্ম্য়াটের বিশ্ব চ্যাম্পিয়নের তকমা পেল আফ্রিকার দশ। বাইশ গজের বিশ্বে এই প্রথম বিশ্বসেরার মুকুট পেল কোনও আফ্রিকা। টেস্ট অধিনায়ক হিসেবে অপরাজিত বাভুমা দেশ ও তার মহাদেশকে প্রথমবার বিশ্বকাপ এনে দিলেন। কখনও ভাগ্যের হাত মার খেয়ে, কখনও নিজেদের দোষে বারবার আইসিসি ট্রফিতে নক আউটে হেরে খালি হাতে ফিরতে হয়েছে নেলসন ম্যান্ডেলার দেশকে। কিন্তু এবার ভাগ্যের চাকা ঘুরিয়ে দেশকে প্রথমবার ক্রিকেটে বিশ্বসেরা করলেন বাবুমা, মার্করাম-রা। হ্যানসি ক্রোনিয়ে, গ্যারি কার্স্টেন, শন পোলক, জাক কালিস, গ্রেম স্মিথ, এবি ডেভিলিয়ার্স-রা বিশ্বসেরা দল নিয়ে যেটা করতে পারেননি, তাদের চেয়ে খাতায় কলমে অনেক কম শক্তিশালী দল নিয়ে দক্ষিণ আফ্রিকাকে পাঁচদিনের ক্রিকেটে বিশ্বসেরা করলেন কৃষ্ণাঙ্গ অধিনায়ক বাভুমা। বিশ্বকাপহীন দক্ষিণ আফ্রিকার একমাত্র আইসিসি ট্রফিটা ছিল ১৯৯৮ সালে।

ক্রোনিয়ে, পোলক, স্মিথরা যা পারেননি সেটাই করে দেখালেন বাভুমারা

২৭ বছর আগে ঢাকায় আইসিসি নক আউট (মিনি বিশ্বকাপ) ট্রফির ফাইনালে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দেশকে প্রথম আইসিসি ট্রফি এনে দিয়েছিলেন জাক কালিসরা। এরপর থেকে সিনিয়র পর্যায়ে আর কখনও আইসিসি ট্রফিতে জিততে পারেনি প্রোটিয়ারা। গত বছর নিজেদের দেশের মাটিতে টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠেও ভারতের কাছে হারতে হয়েছিল বাভুমা-দের। এবারও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে লর্ডসে ফাইনালের আগে বলা হচ্ছিল, চোকার্স দক্ষিণ আফ্রিকা এবার হারবে। প্যাট কামিন্সদের কাছে প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে বাভুমা-রা আউট হওয়ার পরও তেমনটা বলা হচ্ছিল। কিন্তু টেস্টের চতুর্থ ইনিংসে জয়ের জন্য ২৮২ রান তাড়া করতে নেমে ১৩৬ রানের অবিশ্বাস্য ইনিংস করে দলকে প্রথমবার চ্যাম্পিয়ন হল ম্যান্ডেলার দেশ।

দেখুন উইনিং স্ট্রোক

বিশ্বচ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা

কীভাবে কাপ জিতল দক্ষিণ আফ্রিকা

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫-এ (WTC 2023-25) চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা মোট ১৫টি ম্যাচ খেলে ১০টি জয়, ২টি ড্র ও ৩টিতে হারে। বাভুমার নেতৃত্বে দক্ষিণ আফ্রিকা টানা ৮টি টেস্টে জিতে বিশ্ব চ্যাম্পিয়ন হল। বিশ্ব চ্য়াম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার পথে দক্ষিণ আফ্রিকা ভারতের বিরুদ্ধে (১-১) ড্র, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তানের বিরুদ্ধে টেস্ট সিরিজ জেতে। বাংলাদেশকে বাংলাদেশের মাটিতে ২-০, শ্রীলঙ্কাকে দেশের মাটিতে ২-০, ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে ওয়েস্ট ইন্ডিজকে ১-০ ও পাকিস্তানকে ২-০ দেশের মাটিতে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। মানে বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজে টেস্ট সিরিজ জয় ও দেশের মাটিতে শ্রীলঙ্কা, পাকিস্তানকে হারিয়ে টেস্ট সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। এরপর ফাইনালে লর্ডসে অস্ট্রেলিয়াকে ফাইনালে হারিয়ে কাপ জয়।

বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজে সিরিজ জয়, দেশের মাটিতে পাকিস্তান-শ্রীলঙ্কাকে হারান বাভুমারা

তবে সেই সময় নিজেদের দেশে আইপিএলের ধাঁচে টি-২০ লিগে খেলতে ব্যস্ত থাকায় প্রথম সারির ক্রিকেটারদের ছাড়াই নিউ জিল্যান্ডকে টেস্ট সিরিজ খেলতে গিয়ে ০-২ সিরিজ হেরেছিল প্রোটিয়ারা। কিউইদের বিরুদ্ধে সেই দুই টেস্টে একেবারেই আনকোরা দ্বিতীয় সারির দল খেলিয়েছিল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ড। দক্ষিণ আফ্রিকার লর্ডসে ফাইনালে খেলা নিয়ে অনেকেই কটাক্ষ করে বলেছিলেন, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কার মত দেশদের হারিয়েই তারা খেতাবি লড়াইয়ে উঠেছে। তাই অস্ট্রেলিয়া লর্ডসে সহজেই তাদের হারিয়ে কাপ জিতবে। কিন্তু সেইসব সমালোচনা উড়িয়ে লর্ডসে অবিশ্বাস্য ক্রিকেট খেলে ফেভারিট অস্ট্রেলিয়াকে হারিয়ে কাপ জিতল দক্ষিণ আফ্রিকা।

২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকা-

মোট ম্যাচ: ১৫

জয়ী: ১০

ড্র: ২

হার: ৩

দেশের মাটিতে

মোট ম্যাচ: ৯

জয়ী: ৬

ড্র: ২

হার: ১

বিদেশের মাটিতে

মোট ম্যাচ: ৬

জয়ী: ৪

ড্র : ০

হার: ২

সেরা পারফরম্য়ান্স-

তেম্বা বাভুমা (728 রান, গড়: 58)।

কাগিসো রাবাদা (৫৬ উইকেট)

তৃতীয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে দক্ষিণ আফ্রিকাকে হারাতে পেরেছে শুধু নিউ জিল্যান্ড ২টি টেস্টে ও ভারত ১টি টেস্টে।

একমাত্র ইংল্য়ান্ড ছাড়া প্রতিটি দেশের বিরুদ্ধেই খেলেছে দক্ষিণ আফ্রিকা।