বাঁশবেড়িয়া: জাতীয় পতাকা (National flag) ফেলা দেওয়ার অভিযোগ রণক্ষেত্রে পরিণত হয়েছিল হুগলি (Hooghly) জেলার বাঁশবেড়িয়া (Bansberia)। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলে জানিয়েছেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমানদীপ সিং (Hooghly's Rural SP Amandeep Singh)। মঙ্গলবার ৭৭তম স্বাধীনতা দিবস উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল বাঁশবেড়িয়া বাজার (Bansberia Bazar) এলাকায়। সেখানে জাতীয় পতাকা ফেলে দেওয়া হয়েছে বলে গুজব ছড়ায়। এরপরই বিষয়টিকে কেন্দ্র করে তুমুল গণ্ডগোল (Clash) শুরু হয় দুটি গোষ্ঠীর মধ্যে।
পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে একে অপরকে লক্ষ করে ইট ছোঁড়ার পাশাপাশি একটি ভ্যান রিক্সায় আগুন ধরিয়ে দেয় গণ্ডগোলকারীরা। ঝামেলার জেরে বেশ কিছুক্ষণ বন্ধ থাকে ব্যান্ডেল-কাটোয়া শাখার ট্রেন চলাচলও। খবর পেয়ে পুলিশ গিয়ে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে টিয়ার গ্যাসের সেল ফাটায় পুলিশ। পরে আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। তবুও যাতে উত্তেজনা না ছড়ায় তার জন্য এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ। খবর পেয়ে এলাকায় উপস্থিত হয়েছিলেন হুগলি গ্রামীণের পুলিশ সুপার আমানদীপ সিং।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে এপ্রসঙ্গে তিনি বলেন, "সমস্যার (problem) কথা শুনেই আমরা ঘটনাস্থলে (spot) পৌঁছে সমস্ত মানুষকে সরিয়ে নিয়ে যাই। এখন ওই এলাকার পরিস্থিতি (situation) স্বাভাবিক (normal) আছে, বাজারও (market) খোলা রয়েছে। আমরা এই গণ্ডগোলে জড়িত সমস্ত মানুষকে শনাক্ত করব এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।" আরও পড়ুন: Suryakanta Mishra : বুকে ব্যথা নিয়ে হাসপাতালে সিপিএমের প্রাক্তন রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, অবস্থা স্থিতিশীল
দেখুন ভিডিয়ো:
#WATCH | West Bengal: "...We reached the spot after getting information about the problem and removed all the people...now the situation in the area is normal, the market is open...we will identify all the people who were involved in the clash and action will be taken...":… pic.twitter.com/a5iCGLFSkv
— ANI (@ANI) August 16, 2023