দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টার (ছবিঃX)

নয়াদিল্লিঃ কেরল (Kerala) সফরে মহা বিপত্তি দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর (Droupadi Murmu) হেলিকপ্টার অবতরণের সময় ভেঙে গেল হেলিপ্যাডের একাংশ আটকে পড়ল হেলিকল্পটার অল্পের জন্য বিপদ থেকে রক্ষা পেলেন রাষ্ট্রপতিবুধবার ঘটনাটি ঘটেছে কেরলের প্রামদম স্টেডিয়ামে অবতরণের সময়ই এই দুর্ঘটনা ঘটে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল পুলিশ বাহিনী দীর্ঘক্ষণের চেষ্টার পর দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটিকে নিয়ে যাওয়া হয়েছে স্থানীয় সূত্রে খবর, প্রথমে হেলিকপ্টারটির অবতরণের কথা ছিল পাম্বার কাছে নিলাক্কালে। কিন্তু খারাপ আবহাওয়ার কারণে প্রামাদম স্টেডিয়ামে হেলিকপ্টার অবতরণ করে।

জানা গিয়েছে, চারদিনের কেরল সফরে গিয়েছিলেন রাষ্ট্রপতি বুধবার শবরীমালা মন্দিরের উদ্দেশে রওনা দেন পথেই এই দুর্ঘটনা ঘটে খবর পাওয়া গিয়েছে, এই ঘটনার পর সড়ক পথেই মন্দিরে যাচ্ছেন রাষ্ট্রপতি স্বামী আয়প্পান রোড এবং ঐতিহ্যবাহী ট্রেকিং পথ দিয়ে মন্দিরে যাবেন তিনি বুধবার সেখানে দর্শন সেরে ফিরে আসবেন তিরুঅনন্তপুরমে উল্লেখ্য, মঙ্গলবার কেরলে পা দেন তিনি তাঁকে স্বাগত জানাতে তিরুঅনন্তপুরম বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন, রাজ্যপাল রাজেন্দ্র বিশ্বনাথ আরলেকার এছাড়া উপস্থিত ছিলেন কেরলের আরও অন্যান্য নেতা মন্ত্রীরা

দুর্ঘটনার কবলে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু