Mecca (Photo Credit: X)

নয়াদিল্লি: বার্ষিক হজের অনুষ্ঠান (Hajj Rituals) আজ থেকে শুরু। ভারত সহ বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মুসলিম ধর্মপ্রাণ (Muslim Pilgrims) মক্কা থেকে সৌদি আরবের (Saudi Arabia) মিনায় সমবেত হয়ে হজের অনুষ্ঠান শুরু করেছেন। হজ ইসলামের পাঁচটি স্তম্ভের একটি। এটি বিশ্বব্যাপী মুসলমানদের আধ্যাত্মিক যাত্রা, যা ধৈর্য, ত্যাগ, ঐক্য ও আল্লাহর প্রতি ভক্তি প্রকাশ করে। শারীরিক ও আর্থিকভাবে সামর্থ্যবান মুসলমানদের জন্য জীবনে একবার হজ ফরজ।

হজ মূলত পাঁচ দিনের ধর্মীয় যাত্রা, যা সৌদি আরবের মক্কা (Mecca) শহরে অনুষ্ঠিত হয়। হজ প্রতি বছর ইসলামি চন্দ্র ক্যালেন্ডারের শেষ মাস জিলহজের (Dhul Hijjah) ৮ম থেকে ১২তম দিন পর্যন্ত পালন করা হয়। আরও পড়ুন: Heavy Rain In Northeast India: অতিবৃষ্টি, ভূমিধসে লণ্ডভণ্ড উত্তরপূর্ব ভারত, মৃতের সংখ্যা বেড়ে ৪৪

হজের একটি গুরুত্বপূর্ণ অংশ হল জিলহজের ১০ম দিনে পশু কোরবানি দেওয়া। বিশ্বব্যাপী মুসলমানরা, যারা হজে যান বা না যান, ঈদুল আজহার (Eid ul Adha 2025) দিনে (জিলহজের ১০ম, ১১তম ও ১২তম দিন) পশু (যেমন ভেড়া, ছাগল, গরু, উট) কোরবানি দিয়ে ত্যাগ স্মরণ করেন।