জলমগ্ন উত্তরপূর্ব ভারত (ছবিঃ X)

নয়াদিল্লিঃ অতিবৃষ্টিতে (Heavy Rain) বিপর্যস্ত উত্তরপূর্ব ভারত (Northeast India)। গত চারদিনের বৃষ্টিতে জলের তলায় একাধিক জেলা। সিকিম, মেঘালয়, অসম জলমগ্ন বিস্তীর্ণ অংশ। জলের তলায় ঘরবাড়ি। ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন কয়েক হাজার মানুষ। ক্ষতিগ্রস্ত শয় শয় বাড়ি। ইতিমধ্যেই উদ্ধারকাজে হাত লাগিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ও ভারতীয় সেনা। ২৯ মে থেকে টানা বৃষ্টিতে উত্তরপূর্ব ভারত জউরে ৪৪ জনের মৃত্যু হয়েছে বলে খবর। অসমে ১৭ জনের মৃত্যু হয়েছে। অরুণাচলপ্রদেশে ১২ জনের। মেঘালয়ে মারা গিয়েছেন ৬ জন। মিজোরামে ৫ জন। মণিপুর এবং নাগাল্যান্ডে ২ জনের মৃত্যু হয়েছে। অসমের ২১ টি জেলার মোট ৬.৩৩ লক্ষ মানুষ ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন। অতিবৃষ্টিতে নষ্ট হয়ে গিয়েছে ১৪,৭৩৯ হেক্টর জমি।

উত্তরপূর্ব ভারতে বন্যা পরিস্থিতি

অন্যদিকে ক্ষতিগ্রস্ত অরুণাচল প্রদেশের ২৬ টি জেলা। দুর্ভোগের শিকার কয়েক হাজার মানুষ। ভূমিধসের জেরে মাটির তলায় কয়েকশো বাড়ি। ভিটেমাটি হারিয়ে আপাতত ত্রাণ শিবিরে গিয়ে উঠেছেন স্থানীয়রা। উত্তরপূর্ব ভারতের পরিস্থিতির দিকে নজর রেখেছে কেন্দ্র। পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে এখনও অবিরাম বৃষ্টিতে ভিজে চলেছে উত্তরপূর্ব ভারত। ফুঁসছে তিস্তা-সহ একাধিক নদী। বেশকিছু জায়গায় সেতু ভেঙে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে গয়েছে।

 অতিবৃষ্টি, ভূমিধসে লণ্ডভণ্ড উত্তরপূর্ব ভারত, মৃতের সংখ্যা বেড়ে ৪৪