Hajj (Photo Credit: Twitter)

দিল্লি, ২১ জুন: সৌদি আরবে (Saudi Arabia)  এবার তাপমাত্রা ক্রমশ উর্দ্ধমুখী। সৌদিতে যখন তাপমাত্রা হু হু করে বাড়ছে, সেই সময় একের পর এক তীর্থযাত্রীর মৃত্যু হচ্ছে হজে গিয়ে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে। শুক্রবার বিদেশ মন্ত্রকের (MEA) তরফে জানানো হয়েছে, হজে গিয়ে যে তীর্থযাত্রীদের মৃত্যু হয় চলতি বছরে, তার মধ্যে ৯৮ জন ভারতের (India)।

আরও পড়ুন: Pilgrims Die During Hajj: তীব্র গরম সৌদি আরবে, হজে গিয়ে মৃত্যু কয়েকশ' তীর্থযাত্রীর, রয়েছেন ৬৮ ভারতীয়

প্রসঙ্গত চলতি বছর ১ লক্ষ ৭৫ হাজার ভারতীয় হজে গিয়েছেন সৌদি আরবে। মৃত ৯৮ জনের মধ্যে ৪ জনের মৃত্যু হয় দুর্ঘটনায়। বাকিরা কেউ তীব্র গরম সহ্য করতে পারেননি। কারও আবার বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে। গত বছর হজে গিয়ে ১৮৭ জনের মৃত্যু হয়। সেই সংখ্যাটা এ বছর ৯৮-তে এসে দাঁড়িয়েছে এখনও পর্যন্ত বলে জানায় দিল্লি।