নয়াদিল্লিঃ আর পাঁচজন সাধারণ মানুষের মতো কেক (Cake) কেটে জন্মদিন (Birthday)উদযাপন করেছিল ছেলেটা। তার পরিণতি যে এমন ভয়ানক হবে তা দুঃস্বপ্নেও টের পাননি তিনি। তাঁর কেক কেটে জন্মদিন পালন অস্বস্তির কারণ হয়ে ওঠে কিছু উঁচু জাতের মানুষের। জন্মদিনের রাতেই লাঠিসোঁটা নিয়ে ওই যুবকের বাড়িতে চড়াও হউ তারা। অভিযোগ, ওই যুবককে পিটিয়ে খুন করা হয়। হাড়হিম করা ঘটনাটি ঘটেছে দিল্লি লাগোয়া গ্রেটার নয়ডার রবুপুরার আম্বেদকর মহল্লায়। মৃত যুবকের নাম অনিকেত জাটভে। বয়সস ২০। পেশায় গাড়ি চালক ও মেকানিক। গত ১৫ অক্টোবর ছিল তাঁর জন্মদিন।
এদিন পরিবারের সঙ্গে কেক কেটে জন্মদিন পালন করেন অনিকেত। উদযাপনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগও করে নেন। এতেই চটে স্থানীয় কিছু যুবক। এরপরই অনিকেতের বাড়িতে হানা দেয় তারা। রড, হকিস্টিক দিয়ে তাঁকে বেধড়ক মারধর করা হয়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন অনিকেত। ভাইপোকে বাঁচাতে গয়ে আক্রান্ত হন অনিকেতের কাকা সুমিত জাটভে। সংবাদমাধ্যমকে তিনি জানান, হামলাকারীরা বারবার বলছিলেন "তোর এত স্পর্ধা কী করে? কেক কাটার সাহস কে দিল?"
প্রথমে অনিকেতকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে দিল্লির একটি হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে বেশ কয়েকদিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর গত শুক্রবার মৃত্যু হয় তাঁর। এই ঘটনায় ইতিমধ্যেই যুবরাজ এবং জিতু নামে দু’জনকে গ্রেপ্তারও করা হয়েছে। বাকিদের খোঁজ করছে পুলিশ। দোষীদের কড়া শাস্তির আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নিহতের পরিবারের সঙ্গে ফোনে কথাও বলেন তিনি।
যুবককে পিটিয়ে খুন উঁচু জাতের লোকেদের
Greater Noida Dalit Youth, Beaten On Birthday Over 'Status', Dies; Oppn Slams BJP Govt#GreaterNoida #AniketJatavhttps://t.co/ih5dPr3lkv
— ABP LIVE (@abplive) October 25, 2025