কলকাতাঃ বিগত কয়েকদিন ধরেই ওঠানামা করছে সোনার দাম(Gold Price)। মাঝে সোনার দর হুহু কওরে চড়লেই বিগত কয়েকদিন ধরে নিম্নমুখী সোনালী ধাতুর দর। তবে সপ্তাহের প্রথমে এক লাফে অনেকটাই কমল সোনার দাম। জেনে নিন, আজ সোমবার কলকাতায় সোনার দাম কত হল।
সপ্তাহের শুরুতে কী সস্তা হল সোনা? জেনে নিন সোমবারের দর
আজ, ৯ জুন সোমবার কলকাতায় ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৭,৯০০ টাকা। পাশাপাশি ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯,৭০০ টাকা। সপ্তাহের শুরুতে প্রায় ১৬০০ টাকা কমেছে সোনার দাম। এদিন কলকাতায় প্রতি কেজি রুপার দাম আজ ১,০৬,৯০০ টাকা। অন্যান্য দিনের চেয়ে ২০০ টাকা কমেছে দাম। অন্যদিকে, রাজধানী দিল্লিতে সোমবার দিল্লিতে ২২ ক্যারেট সোনার দাম হয়েছে ৮৯,৯৪০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৮,১১০ টাকা। গত সপ্তাহের চেয়ে দাম কমেছে ১৬৩০ টাকা। বাণিজ্যনগরী মুম্বইয়ে ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৮৯,৭৯০ টাকা এবং ২৪ ক্যারেট সোনার দাম ৯৭,৯৬০ টাকা।
সপ্তাহের শুরুতে বাড়ল না কমল সোনার দাম? সাধের গয়না গড়ানোর আগে চোখ বুলিয়ে নিন ঝটপট
Gold Price Today In India: Gold bulls struggled as prices slipped back below the key $3,400 level, pressured by upbeat U.S. JOLTS data and a strengthening dollar.#GoldPrice #businessnews #Investments https://t.co/c6qb5noj44
— News18 (@CNNnews18) June 9, 2025