Gold. (Photo Credits: X)

কলকাতাঃ বৃহস্পতিতে আরও কিছুটা সস্তা হল সোনা। লুক্ষ্মীবারে কিছুটা কমল সোনার দাম। জেনে নিন লক্ষ্মীবারে সোনার গয়না কিনলে কতটা সাশ্রয় হবে।

আজ, ২৯ মে কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০০৫ টাকা। ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৪৮০ টাকা। ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৩৯৫ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯০,০৫০ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৯৪,৮০০ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৭৩,০৯৫ টাকা। যদিও গয়না কিনতে গেলে এই দামে আপনি কিনতে পারবেন না। এই দামের সঙ্গে যুক্ত হবে জিএসটি এবং তৈরির মজুরি।

সোনার দামে বড় চমক, আরও কমল দাম

অন্যদিকে কমেছে রুপোর দামও। বৃহস্পতিবার কলকাতায় ১ কেজি রুপোর দাম ৯৭,৭৮৬ টাকা। বিশ্ববাজারেও সস্তা হয়েছে সোনা। বুধবার আউন্স প্রতি সোনা দাম ছিল $৩,৩০৫.৬০ টাকা। তা কমে বৃহস্পতিবার হয়েছে $৩,২৬৪.৫০। মে মাসের শেষ সপ্তাহ থেকেই নিম্নমুখী সোনার দাম। আগের সপ্তাহে আচমকা এক লাফে ফের ৯০ হাজারের গণ্ডি পেরিয়েছিল সোনার দাম। পাকা সোনার দাম ১ লক্ষ ছুঁইছুঁই ছিল। কিন্তু এই সপ্তাহের মাঝামাঝি ফের অপেক্ষাকৃত সস্তা সোনা। দাম একটু কমায় ব্যবসা বেড়েছে বলে দাবি শহরের স্বর্ণ ব্যবসায়ীদের।

লক্ষ্মীবারে আরও সস্তা ছিল সোনা, জেনে নিন বৃহস্পতিতে গয়না কিনলে কতটা সাশ্রয় হবে