কলকাতাঃ সামনেই ধনতেরাস(Dhanteras)। আর এই সময় বাঙালি ও অবাঙালি সকলের মধ্যেই সোনা-রূপো কেনার হিড়িক দেখা যায়। চলতি কিছু বিশ্বাসের উপর ভিত্তি করেই এই সোনা কেনা হয়। আর এবারের ধনতেরাসের আগে ত্রেতা ও বিক্রেতা উভয়েরই মাথায় হাত। এক লাফে কয়েক ধাপ বেড়েছে সোনার দাম। জেনে নিন এবারের ধনতেরাসে সোনার গয়না কিনতে কত টাকা খসবে এবং সোমবার কলকাতায় সোনার দাম কত।
আজ, ১৩ অক্টোবর সোমবার কলকাতায় ১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ গ্রাম সোনার দাম রয়েছে ১১ হাজার ৪৬৪ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ১৪ হাজার ৬৪০ টাকা। পাশাপাশি ১ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১২ হাজার ৫০৭ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ১ লক্ষ ২৫ হাজার ৭০ টাকা। এছাড়া ১ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৯ হাজার ৩৮০ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৯৩ হাজার ৮০০ টাকা।
সোনার পাশাপাশি পাল্লা দিয়ে বেড়েছে রূপোর দামও। আজ, ১৩ অক্টোবর সোমবার কলকাতায় ১০০ গ্রাম রূপোর দাম ১৭ হাজার ৯৯০ টাকা। ১ কেজি রূপোর দাম ১ লক্ষ ৭৯ হাজার ৯০০ টাকা। গতকাল অর্থাৎ রবিবারের থেকে ১০০ টাকা কমেছে দাম।
ধনতেরাসের আগে কমল সোনার দাম, না জানলে পরে পস্তাবেন!
Prices of gold and silver have reached an all-time high in the domestic market today. #Business360 #Goldupdate #business360nepal #B360 - https://t.co/68DR8oTfsd
— Business 360 (@b360nepal) October 13, 2025