
নয়াদিল্লিঃ গুজরাটের আমেদাবাদে (Ahmedabad) বিমান (Air India Plane Crash) বিপর্যয়। ২৪২ যাত্রী নিয়ে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার (Air India)লন্ডনগামী বিমান। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আমেদাবাদের , মেঘানিনগরে লোকালয়ে ভেঙে পড়েছে এয়ার ইন্ডিয়ার এআই-৭১ বিমান। জানা গিয়েছে, মেডিক্যাল কলেজ হস্টেলের ঠিক উপরে ভেঙে পড়ে ওই বিমানটি। টেকঅফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি। ইতিমধ্যেই দুর্ঘটনার মুহূর্তের একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়, এই ভিডিয়ো দেখে আঁতকে উঠছে সাধারণ মানুষ। এবার নিজের মুখে সেই মুহূর্তের বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা। সংবাদসংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে স্থানীয় এক তরুণ বলেন, "প্রচণ্ড জোরে একটি শব্দ শুনে বারান্দায় এসে দেখি চারিদিকে ধোঁয়া। এদিক-ওদিক পড়ে রয়েছে মৃতদেহ।" জানা গিয়েছে,মেঘানি নগরের বিজে মেডিক্যাল কলেজের হোস্টেলের উপর ভেঙে পড়ে বিমানটি। একাধিক মেডিক্যাল পড়ুয়ার মৃত্যু হয়েছে বলে সূত্রের খবর। যদিও মৃতের সংখ্যাটা এখনও স্পষ্ট নয়। বিপুল পরমাণ ক্ষয়ক্ষতির আশঙ্কা। ইতিমধ্যেই উদ্ধারকার্যে নেমে পড়ছে একাধিক বাহিনী। ধ্বংসস্তূপের মধ্যে থেকে দেহ উদ্ধার করা হচ্ছে।
'প্রচণ্ড আওয়াজ শুনে...' আমেদাবাদের বিমান দুর্ঘটনার মুহূর্তের অভিজ্ঞতা জানালেন এক তরুণ
Air India Plane Crash: Eyewitness Describes Scene of Horror After London-Bound Flight AI171 Crashes in Ahmedabad, Says ‘We Stepped Out To See Smoke and Dead Bodies’ (Watch Video)#Gujarat #Ahmedabad #AirIndia #planecrash
— LatestLY (@latestly) June 12, 2025
Read: https://t.co/pJbN5FOdN1
— LatestLY (@latestly) June 12, 2025