নতুন দিল্লি, ৫ জুলাই: ধর্মের ঊর্ধ্বে গিয়ে প্রত্যেক ভারতীয়র ডিএনএ একই৷ গাজিয়াবাদের এক অনুষ্ঠানমঞ্চ থেকে এই বার্তাই দিলেন রাষ্ট্রীয় স্বয়ং সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবত৷ তিনি বলেন, “হিন্দু মুসলিম ঐক্য ভুলকথা৷ কারণ হিন্দু মুসলিম অভিন্ন৷ ধর্ম আলাদা হলেও আমরা সবাই ভারতীয় এবং আমাদের DNA এক৷ যদি কোনও হিন্দু কোনও মুসলিমকে দেশ ছাড়া করতে চান তবে তিনিও হিন্দু হওয়ার যোগ্য নন৷” রবিবার গাজিয়াবাদের মুসলিম রাষ্ট্রীয় মঞ্চ আয়োজিত “হিন্দুস্তানি ফার্স্ট হিন্দুস্তান ফার্স্ট” অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন মোহন ভাগবত৷ সেখানে খাজা ইফতিকার আহমেদের, 'The Meeting of Minds: A Bridging Initiative' বই উদ্বোধন উপলক্ষে অনুষ্ঠান বইটি হিন্দু, উর্দু, ইংরেজি তিন ভাষাতেই পাওয়া যাবে৷ আরও পড়ুন-West Bengal Monsoon: নিম্নচাপ ও মৌসুমি বায়ুর জোড়া ফলা, বৃষ্টিতে ভিজবে রাজ্য
এই অনুষ্ঠানে গণপিটুনির বিরুদ্ধে সরব হন তিনি৷ তবে মিথ্যে গণপিটুনির মামলা নিয়ে ঊষ্মা প্রকাশ করেন মোহন ভাগবত৷ একই সঙ্গে গো-হত্যা নিয়েও মুখ খুলেছেন তিনি৷ বলেন, বিনা বিচারে হত্যা হিন্দুত্ব আদর্শ বিরোধী। গোরু পবিত্র প্রাণী। সেক্ষেত্রে আইন রয়েছে। পক্ষপাতিত্বহীন ভাবে আইনেই বিচার হবে। যদিও বক্তব্যের শুরুতে ভোট রাজনীতিকে কটাক্ষ করতে ছাড়েননি আরএসএস প্রধান৷
তিনি যে দেশের মানুষের স্বার্থে, মানবিকতার স্বার্থে এই বক্তব্য রাখছেন, সেখানে কোনও রাজনীতির নামগন্ধ নেই৷ তা মনে করিয়ে দিতে ভোলেননি৷ তবে ভোট রাজনীতিই যে মূল কারণ তা আসন্ন উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের দিকে তাকালে বিষয়টি একেবারে জলের মতো স্পষ্ট হয়ে যায়৷