West Bengal Monsoon: নিম্নচাপ ও মৌসুমি বায়ুর জোড়া ফলা, বৃষ্টিতে ভিজবে রাজ্য
প্রতীকী ছবি (Photo Credit: File Photo)

কলকাতা, ৫ জুলাই: বর্ষার ঘনঘোর মরশুম চলছে রাজ্যজুড়ে৷ আজও দুই বঙ্গেই বৃষ্টির (Monsoon) পূর্বাভাস দিয়েছে আলিপুরের হাওয়া অফিস৷ উত্তরপ্রদেশ থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা সক্রিয় রয়েছে৷ যেটি বিহার থেকে উত্তরবঙ্গের উপরে দিয়ে গেছে৷ এর ফলে বাতাসে জলীয় বাস্প ঢুকছে হু হু করে সঙ্গে রাজ্যজুড়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তায় একেবারে বৃষ্টির অনুকূল পরিবেশ৷ এমনিতেই প্রায় এক সপ্তাহ ধরে ভারী বৃষ্টিতে ভাসছে উত্তরবঙ্গ৷ পাহাড় থেকে জল নামায় অনেক এলাকাই জলমগ্ন৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুয়ায়ী, চলতি সপ্তাহেও এই ছবির কোনওরকম বদল ঘটছে না৷ পাশাপাশি আগামী বুধবার ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে উত্তরের বেশ কয়েকটি জেলায়৷ আরও পড়ুন-Mamata Banerjee: রাজ্যের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুলতান সিংয়ের মৃত্যুতে শোকপ্রকাশ মমতা ব্যানার্জির

উত্তরবঙ্গ যদি এভাবে ভাসে তবে দক্ষিণবঙ্গ আর যায় কোথায়৷ আজ সোমবার দক্ষিণের জেলাগুলিতে হাল্কা থেক মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে৷ আগামী দুইদিন বৃষ্টির পরিমাণ বাড়বে৷ এমনকী, বীরভূম, মুর্শিদাবাদে আগামী কাল ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে৷ তবে বৃষ্টি হলেও বাতাসে আদ্রতার পরিমাণ বেশি থাকায় ঘেমো গরমের অস্বস্তি থেকে রেহাই মিলছে৷   চলতি সপ্তাহভর চলবে বর্ষা৷ আগামী সপ্তাহ থেকে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে৷ সোমবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে সর্বাধিক জলীয় বাষ্পের পরিমাণ ৯৫ শতাংশ। গত ২৪ ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়েছে ১৩.২ মিলিমিটার।

দিল্লির মৌসম ভবন আগেই জানিয়েছিল এ বছর বৃষ্টি স্বাভাবিক থাকবে৷ শুরু থেকেই বৃষ্টির পরিমাণ আশজনক৷ স্বাভাবিক বর্ষার কারমে করোনাকালে ধুঁকতে থাকা অর্থনীতি কৃষির হাত ধরে সজীব হওয়ার অপেক্ষায় মুহূর্ত গুনছে৷