মাদক বোঝাই জাহাজ ধ্বংস মার্কিন সেনার (ছবিঃX)

নয়াদিল্লিঃ মাদক (Drug) বোঝাই সাবমেরিন (Submarine) ধ্বংস করতে সক্ষম মার্কিন সেনা হামলায় মৃত্যু দুই মাদক পাচারকারীর ২৫ হাজার আমেরিকাবাসী মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়েছেন বলে দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হামলার পর ট্রাম্প বলেন, "আমেরিকার নারকো-ট্রাফিকিং ট্রানজিট রুটের দিকে আসা মাদক বোঝাই সাবমেরিন ধ্বংস করতে সক্ষম হয়েছি আমরা এই হামলায় দুই জঙ্গিকে নিকেশ করা হয়েছে যে দু'জন বেঁচে আছেন তাঁদের একুয়েডর ও কলোম্বিয়ায় ফেরত পাঠানো হচ্ছে" ট্রাম্পের দাবি, এই মাদক যদি আমেরিকায় পৌঁছত, তাহলে ২৫ হাজার মার্কিন নাগরিকের মৃত্যু হত। 

মাদক বোঝাই সাবমেরিন ধ্বংস করল ট্রাম্পের সেনা

অন্যদিকে অভিযুক্তকে আইন অনুযায়ী যোগ্য শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেনকলোম্বিয়ার প্রেসিডেন্ট গুসতাভো পেট্রো ওই সাবমেরিনে ফেন্টানিল ও অন্যান্য মাদক ছিল বলে সূত্রের খবর উল্লেখ্য, গত সেপ্টেম্বর মাস থেকে ক্যারিবিয়ান সাগরে এখনও পর্যন্ত কমপক্ষে ৬টি ভেসেল ধ্বংস করেছে মার্কিন সেনা। খতম করা হয়েছে ২৭ জন মাদক পাচারকারীকে

মাদক বোঝাই সাবমেরিন ধ্বংস মার্কিন সেনার খবরে শিলমোহর দিলেন ট্রাম্প