Mamata Banerjee (Photo Credit: File Photo)

কলকাতাঃ উত্তরবঙ্গ (North Bengal) সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। আজ, বুধবার উত্তরকন্যায় প্রশাসনিক সভায় যোগদান মমতা। মঞ্চে দাঁড়িয়ে এদিন রাজ্য পুলিশের (West Bengal Police) উপর ক্ষোভ উগরে দেন মমতা। ভারত-পাকিস্তান সংঘাত (India Pakistan Conflict) আবহে যেভাবে সীমান্তে (Border) উত্তেজনার সৃষ্টি হয়, সেই প্রসঙ্গ টেনে এদিন মমতা বলেন, "সীমান্ত এলাকা অত্যন্ত স্পর্শকাতর। সেখানে বাড়তি নজরদারির প্রয়োজন। আগে পুলিশরা দিনে তিন চারবার এলাকায় এলাকায় টহল দিত। এখন আর সেসব চোখে পড়ে না। পুলিশকে রাস্তায় দেখলে তবে তো মানুষ আরও সতর্ক হবে। "

রাজ্য পুলিশের উপর ক্ষোভ উগরে দিলেন মমতা

এখানেই শেষ নয়, এরপর মুখ্যমন্ত্রী আরও বলেন, "বিএসএফ কাজ করছে বলে আপনারা (রাজ্যপুলিশ) চোখ বন্ধ করে থাকবেন তা তো হয় না। প্রয়োজনে পাড়ার ক্লাবগুলিকে হাতে রাখুন। যতদিন যেখানে কর্মরত থাকবেন সেখানে ভাল করে কাজ করুন।" এদিনের বক্তব্যে বারেবারে সীমান্ত এলাকার গুরুত্ব বোঝান পুলিশমন্ত্রী। সবশেষে পুলিশের উদ্দেশে মুখ্যমন্ত্রী বলেন, "সীমান্ত এলাকা মানেই বাড়তি নজর দিতে হবে। এই যে শীতলকুচি থেকে চাষিকে তুলে নিয়ে গেল। উদয়ন (গুহ) খবরটা পেয়ে জামিন করাল। খবর তো পেতে হবে আগে। পুলিশকে আরও সক্রিয় হতে হবে।"

 

রাজ্যপুলিশকে কেন কড়া ধমক দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়?