বালিয়া, ১২ ফেব্রুয়ারিঃ উত্তরপ্রদেশে আবারও মাথাচাড়া দিচ্ছে বসন্ত বা হামের প্রকোপ। উত্তরপ্রদেশের বালিয়া জেলার একটি প্রাথমিক স্কুলের প্রায় ২০ জন পড়ুয়া সহ একজন শিক্ষক চিকেন পক্সে আক্রান্ত হয়েছেন।
জেলা স্বাস্থ্য আধিকারিক দপ্তর সূত্রে খবর, গত ২ ফেব্রুয়ারি স্কুলের কয়েকজন ছাত্রের মুখে লাল লাল ফুসকুড়ি চোখে পড়ে। শুরুতে তা মশার কামড় মনে হওয়ায় সেভাবে কেউ গুরুত্ব দেয়নি। কিন্তু যত সময় গিয়েছে মুখ থেকে সারা শরীরে ভোরে গিয়েছে লাল ফুসকুড়িতে। যা বসন্ত বা হামেরই লক্ষণ।
এরপরই তৎপর হন স্কুল কর্তৃপক্ষ এবং জেলা হাসপাতালের সুপার। ২০ জন হাম আক্রান্ত পড়ুয়াকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে বলেই জানান জেলা হাসপাতালের সুপার সংকেত বিহারী শর্মা। হাম আক্রান্তদের চিকিৎসার জন্যে প্রয়োজনীয় মেডিক্যাল সরঞ্জামের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়াও স্কুল পরিদর্শনে একটি বিশেষ মেডিক্যাল টিম পাঠানো হয়েছে বলেই জানিয়েছেন জেলা হাসপাতালের সুপার।