ভারত-পাক দ্বৈরথ (ছবিঃX)

নয়াদিল্লিঃ ৪১ বছরে এই প্রথম এশিয়া কাপ ফাইনালে (IND vs PAK Asia Cup Final)পাকিস্তানের (Pakistan) মুখোমুখি ভারত(India)। এই প্রথম এশিয়া কাপের (Asia Cup 2025) ফাইনালে দেখা যাবে দুই চিরপ্রতিদ্বন্দ্বীকে। এখনও পর্যন্ত পরিসংখ্যানে ভারত এগিয়ে থাকলেও এই হাইভোল্টেজ ম্যাচ নিয়ে ভারতীয় ক্রিকেটপ্রেমীদেরমধ্যে উত্তেজনা তুঙ্গে। মহাষষ্ঠীর রাতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ভারত-পাক দ্বৈরথ। জেনে নিন কখন চোখ রাখবেন টিভির পর্দায়। আরও পড়ুনঃ ষষ্ঠীর রাত ঘিরে জোর জল্পনা, এশিয়া কাপ জিতলে কি পাকিস্তানি মন্ত্রী নকভির হাত থেকে পুরস্কার নেবে ভারতীয় ক্রিকেট দল?

  • কখন শুরু হবে ভারত বনাম পাকিস্তানে ফাইনাল ম্যাচ?

২৮ সেপ্টেম্বর ভারতীয় সময় রাত ৮ টায় এশিয়া কাপ ফাইনালে মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান।

  • কোথায় দেখবেন ভারত-পাকিস্তান ফাইনাল ম্যাচ?

ভারত ও পাকিস্তানের এশিয়া কাপ ফাইনাল ম্যাচটি দেখতে পাওয়া যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্কে।

  • অনলাইনে কীভাবে দেখবেন ভারত-পাক এশিয়া কাপ ফাইনাল?

টিভিতে চোখ রাখতে পারছেন না? চিন্তা নেই অনলাইনেও দেখা যাবে ভারত বনাম পাকিস্তান এশিয়া কাপ ফাইনাল। সোনি লিভ অ্য়াপ ও ওয়েবসাইটে দেখা যাবে বহু প্রতীক্ষিত এই ম্যাচ।

উল্লেখ্য, প্রথম ১৯৮৪ সালে অনুষ্ঠিত হয় এশিয়া কাপ। প্রথম বছরেই শ্রীলঙ্কাকে হারিয়ে ট্রফি ঘরে তোলে ভারত। এরপর এখনও পর্যন্ত মোট ৮ বার এশিয়া কাপ জিতেছে ভারত। অন্যদিকে মাত্র ২ বার শিরোপা নিজেদের নামে করতে পেরেছে পাকিস্তান।

কীভাবে চোখ রাখবেন ভারত-পাকিস্তান এশিয়া কাপ ফাইনালে?