নয়াদিল্লিঃ রবিবার এশিয়া কাপের ফাইনাল (IND vs PAK Asia Cup 2025 Final) নিয়ে ফের জটিলতা। নবম এশিয়া কাপ জিতলে কি পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করবে ভারতীয় দল? সেই নিয়ে জল্পনা তুঙ্গে। কারণ সম্প্রতি জানা গিয়েছে, বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেবেন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (Asian Cricket Council) চেয়ারম্যান মহসিন নকভি (Mohsin Naqvi)। নাকভির আর এক পরিচয় তিনি পাকিস্তানের অভ্যন্তরীণ মন্ত্রী (Pakistan's Interior Minister) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (Pakistan Cricket Board) চেয়ারম্যান। চরম ভারত বিরোধী বলেই পরিচিত তিনি। তাই তাঁর হাত থেকে ট্রফি নেবে না ভারতীয় দল এমনটাই ইঙ্গিত বিসিসিআইয়ের।
কোন দিকে মোড় নেবে ভারত-পাক এশিয়া কাপ ফাইনাল?
রবিবার রাতে দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আয়োজিত এশিয়া কাপ (India vs Pakistan) ফাইনালে ভারত-পাকিস্তান ম্যাচ কী নাটকীয় মোড় নেয় সেই দিকেও তাকিয়ে ক্রিকেটবিশ্ব। এদিন প্রথমবার এশিয়া কাপ ফাইনালে 'চিরশত্রু' পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে ভারত। টসের সময় পাকিস্তানের অধিনায়ক সলমন আলি আগার সঙ্গে করমর্দন করবেন না ক্যাপ্টেন সূর্যকুমার যাদব তা আগেই শোনা গিয়েছে। । ম্যাচের পরেও পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাতে দেখা যাবে না মেন ইন ব্লুদের। সেই সঙ্গে পুরস্কার বিতরণী অনুষ্ঠান বয়কট করতে পারে ভারতীয় দল এমনটাই সূত্রের খবর।
এশিয়া কাপ জিতলে কি পাকিস্তানি মন্ত্রী নকভির হাত থেকে পুরস্কার নেবে ভারতীয় ক্রিকেট দল?
🚨INDIA UNLIKELY TO TAKE ASIA CUP TROPHY FROM MOHSIN NAQVI.
Chairman of PCB and acc president Mohsin Naqvi has officially announced that he will hand over the trophy to winning team. India is 99% likely to win, but India will not take the trophy from Mohsin Naqvi.
So, the best… pic.twitter.com/l9dALnbkd3
— 𝐑𝐮𝐬𝐡𝐢𝐢𝐢⁴⁵ (@rushiii_12) September 27, 2025